অসম ও মিজোরামের মধ্যে সীমান্ত সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন অরুণাচল ও মেঘালয়ের সঙ্গে এব্য়াপারে কথাবার্তা বলা হবে। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘অসম ও মিজোরামের মধ্যে সীমান্ত পরিস্থিতি খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। মিজোরাম সংলগ্ন হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছার জেলায় চোখে চোখ রেখে নানা ঝামেলা হতেই থাকছে।’ প্রসঙ্গত অসম ও মিজোরামের মধ্যে প্রায় ১৬৪.৬ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। ১৯৭২ সাল পর্যন্ত অসমের অংশ ছিল মিজোরাম। ১৯৮৭ সালে এটিকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। এদিকে যদিও অসম ও মিজোরাম দুই সরকারের তরফেই বিবাদ সংক্রান্ত ব্যাপারে স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে বহু বছর আগেই আলোচনা হয়েছে, তবে এখনও সীমান্তের জায়গা দখলের অভিযোগ, একে অপরের উপর দোষারোপ এসব লেগেই আছে। এদিকে আন্তঃরাজ্যে সীমান্তে উত্তেজনা লেগেই আছে। জায়গা দখল নিয়েও একে অপরের বিরুদ্ধেও দোষারোপ অব্যাহত। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাজ্যেই সীমান্ত এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রেখেছে। তবে অসমের মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সম্প্রতি অসম ও মিজোরামের মুখ্য সচিবদের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এখনও অসম -মিজোরাম সীমান্তের পরিস্থিতি সেই একই রকম আছে। এখনই কোনও ফলাফল আমি আশা করছি না, এটার জন্য সময় লাগবে।'