কেন্দ্রীয় বাজেটে আয়করে একাধিক নয়া নীতির ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারই মধ্যে একটি হল আয়কর অনাদায়ে চড়া হারে টিডিএস (Tax Deducted at Source) কাটার সিদ্ধান্ত।আগামী ৩০ জুনের মধ্যে আয়করের রিটার্ন ফাইল না করলে সেই সমস্যার সম্মুখীন হতে হবে। জুলাই মাস থেকে চড়া হারে কেটে নেওয়া হবে টিডিএস।যদি কোনও করদাতা গত ২ বছরে টিডিএস ফাইল না করেন এবং প্রতি বছর টিডিএস-এর পরিমাণ ৫০ হাজারের বেশি হয়, সেক্ষেত্রে আগামী ১ জুলাই থেকে অনেক বেশি হারে চার্জ করবে আয়কর দফতর।এ প্রসঙ্গে Tax2win.in-এর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা অভিষেক সোনি বলেন, 'গতবারের বাজেটে নতুন একটি সেকশন যোগ করা হয়েছে। তার নাম ২০৬ এবি (206AB)। সেখানে গত দুই বছর আয়কর রিটার্ন ফাইল না করলে এবং দুটি ক্ষেত্রেই টিডিএস-এর পরিমাণ ৫০ হাজারের বেশি হলে অধিক হারে টিডিএস কাটার কথা বলা হয়েছে।'অভিষেক জানান, আরও বেশি মানুষ যাতে কর প্রদানে এগিয়ে আসেন সেই জন্যই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।বাজেটে Income Tax Act-এ দুটি নয়া সেকশন, 206AB ও 206CCA যোগ করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই নীতি অনুযায়ী যাঁরা আয়কর ফাইল করবেন না, তাঁদের অতিরিক্ত হারে TDS ও TCS কেটে নেওয়া হবে।কতটা বেশি TDS কাটা হবে?আয়কর আইনের আওতায় এমনিতে যা কাটার কথা, তার দ্বিগুণ। পাঁচ শতাংশ হারেও কেটে নেওয়া হতে পারে TDS