রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি লিখে রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করলেন যে বিরোধীদের রাজ্যসভায় যথেষ্ট বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এদিকে এই অভিযোগের মাঝেই পেগাসাস নিয়ে সংসদের অধিবেশন ব্যাহত করার লক্ষ্যে বিক্ষোভ জারি রেখেছেন বিরোধীরা। এদিকে বিরোধীদের একাংশ বেঙ্কাইয়ার বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবছে। অন্যদিকে বিরোধীদের একাংশ মোদী-শাহ জুটিকে আক্রমণ করার ধারা বজায় রাখার পক্ষে।এদিকে সরকার পক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দাবি করেছেন যে বেঙ্কাইয়া নাইডু কোনও ভাবেই সংসদের মর্যাদা বা ডেকোরাম ক্ষুণ্ণ হতে দেবেন না। শুক্রবার রাজ্যসভায় কয়েকজন সাংসদ পেগাসাস ইস্যুতে বিক্ষোভ দেখাতে গিয়ে শিশ বাজিয়েছিলেন। সেই বিষয়ে বেশ ক্ষুব্ধ হন উচ্চ কক্ষের চেয়ারম্যান। তাছাড়া মার্শালদের কাঁধে হাত রাখা এবং মন্ত্রীদের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর বিষয়েও কড়া হতে চাইছেন নাইডু। নাইডু এই বিষয়ে বলেন, এভাবে চললে সংসদকে বাজার হতে দিতে হবে নয় কড়া পদক্ষেপ নিতে হবে।এদিকে শুক্রবার পেগাসাসকে 'গুরুত্বহীন' আখ্যা দিয়ে রাজ্যসভার নেতা প্রহ্লাদ যোশী বিরোধীদের জনমুখী ইস্যু নিয়ে সরব হতে বলেন। যোশী বলেন, 'আমি আপনাদের সকলের কাছে ফের আবেদন করতে চাইছি আইটি মন্ত্রী অশ্বীনি বৈষ্ণব ইতিমধ্যেই বিশদ বিবরণ দিয়ে সংসদের উভয় কক্ষে বক্তব্য পেশ করেছেন এই বিষয়ে। তবে দুর্ভাগ্যবশত বিরোধীরা একটি গুরুত্বহীন বিষয়কে ইস্যু বানিয়ে হট্টগোল করছেন সংসদে। এটাক নন-ইস্যু। এর থেকে জনমুখী ইস্যু নিয়ে সরব হোন।' তবে তাঁর এই আবেদনেও সাড়া দেননি বিরোধীরা। এদিকে এই অচলবাস্থা কাটাতে এবার ময়দানে নামছে শাসক দল। জানা গিয়েছে উভয় কক্ষে বিজেপির 'ফ্লোর ম্যানেজার'রা বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসে সমাধান সূত্র বের করতে চাইছেন। হিন্দুস্তান টাইমসকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বর্ষীয়ান সাংসদ জানিয়েছেন, সরকার লোকসভা এবং রাজ্যসভায় বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করতে চাইছে আগামী কয়েকদিনের মধ্যেই।