প্রাক্তন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে🃏 পাকিস্তানি সাংবাদিকের ছবি এবার সামনে আনল বিজেপি। পাকিস্তানি সাংবাদিক নুসরত মিরজাকে তিনি পদে থাকাকালীন বিভিন্ন সময়ে আমন্ত্রণ করে এনেছিলেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। এদিকে বিজেপি একটি ছবি দেখিয়ে দাবি করেছে, পাক সাংবাদিক বসে রয়েছেন 🐷উপরাষ্ট্রপতির পাশেই। ওই সাংবাদিকও দাবি করেছিলেন, ইউপিএ জমানায় তিনি অন্তত ৫বার ভারতে এসেছিলেন।
দেশে ফিরে আসার পরে তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে তিনি নানা সংবেদনশীল তথ্য জানিয়েছিলেন বলে দꦯাবি করেছেন। তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির আমন্ত্রণে তিনি ভারতে আসতেন ও তাঁর সঙ্গে দেখা করতেন বলেও দাবি করেছেন।
এদিকে হাম🐲িদ আনসারি আগেই জানিয়েছিলেন, পুরো মিথ্যে কথা বলা হচ্ছে। কোনও পাকিস্তানি সাংবাদিক আমার সঙ্গে দেখা করেননি। বিদেশমন্ত্রক যাঁদের আমন্ত্রণ করত তাঁরাই দেখা করতেন। এর মধ্য়ে তাঁর কোনও ভূমিকা নেই। তবে বিজে👍পি এই ছবি দেখানোর পরেও হামিদ আনসারি বলেন, আমি আমার অবস্থানে অনড়।