নোটবন্দির সময়ে অনেকে ৫০০-১০০০ টাকার নোট বদলানোর সুযোগ পাননি। তবে শীঘ্রই তা মিলতে পারে। শুক্রবারಌ এক সাংবিধানিক বেঞ্চ নোটবাতিলের বিজ্ঞপ্তির চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি করে।
বিচারপতি এস এ নাজিরের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ ইঙ্গিত দিয়েছেন যে꧙, জনসাধারণের পুরনো নোটের জন্য কোনও বিশেষ ব্যবস্থা তৈরির বিষয়ে বিবেচনা করা হবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রেই এই অনুমতি দেওয়া হবে। আগামী ৫ ডিসেম্বর এই বিষয়ে শুনানি হবে।
২০১৬ সালের ৮ নভেম্বরের নোটবন্দির নোট বাতিলের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এই পিটিশন দাখিল করা হয়েছে। তাতে এই পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের বিজ্ঞপ্তিকে অবৈধ বলে দাবি তোলা হয়েছে। আরও পড়ুন: ইসরোর আরও এক সাফল্যের অধ্যায়! পিএসএলভি সি৫꧟৪ এর হাত🀅 ধরে ৯ স্যাটেলাইটের সফল যাত্রা
যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল ভেঙ্কটরামানি বলেন, আদালত এমন নির্দেশ দিতে পারে না। নোট বাতিলের পর নোট বিনিময় করার জন্🎶য উইন্ডো আরও অনেক🎃 বাড়ানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অনেকে সেই সুবিধা নেননি। তবে তিনি এটিও উল্লেখ করেন যে, কিছু বিশেষ ক্ষেত্রে এই বিষয়ে ভাবা যেতে পারে।
শীর্ষ আদালতে সরকারের পক্ষে সওয়াল করে অ্যাটর্নি জেনারেল বলেন🀅, জাল মুদ্রা এবং সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
সরকার পক্ষের যুক্তি, রিজার্ভ ব্যাঙ্ক আইন, ১৯৩৪-এর বিধান মেনেই নোটবন্দি করা হয়। এতে কোনও 🎃আইনি বাধা নেই। ফলে এইღ আবেদনগুলির বিচার করা একটি অ্যাকাডেমিক অনুশীলন মাত্র, যার কোনও পরিণতি নেই।
আরও বলা হয়েছে যে, এমন একটি বিষয়ে নজর দেওয়া হতে পারে, যাতে বিশেষ ক্ষেত্রে পুরনো ৫০০ এবং ১,০০০ টাকার নোট বিনিময়ের সুযোগ মিলবে। ২০১৭ সালের আইনের ৪(২)(৩) নম্বর ধারার অধীনে রিজার্ভ ব্যাঙ্ক তা করতে পারে। আরও পড়ুন: গুজরাটে অলিম্পিক, ইস্তেহারে জানিয়ে দিল BJP, রয়েছে আরও ౠচমক
এদিকে আবেদনকারীর জানতে চান, আমার কাছে পুরনো নোট রয়েছে। আমি সেগুলি নিয়ে কী করব? এর প্রেဣক্ষিতে আদালত জানায়, আপাতত আপনারা এগুলি সাবধানে রাখুন। আবেদনকারী জানান, তাঁর𝔉 লক্ষ লক্ষ টাকা ছিল। কিন্তু নোট বাতিলের পর তা অকেজো হয়ে যায়। তিনি বলেন, সেই সময়ে তিনি দেশেই ছিলেন না। তিনি জানতেন যে মার্চ মাস পর্যন্ত নোট বিনিময় করার সুযোগ পাবেন। কিন্তু মার্চে যতদিনে তিনি ফেরেন, নোট এক্সচেঞ্জ বন্ধ হয়ে যায়।