ফের বড়সর অনলাইন প্রতারণা। আর এবার সেই অনলাইন প্রতারণার ফাঁদে পড়লেন একটি বহুজাতিক কোম্পানির প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর। এই অনলাইন প্রতারণার ফাঁদ꧅ে পড়ে তাঁর ৪.৮ কোটি টাকা খোয়া গিয়েছে বলে খবর।ওই ব্যক্তির বয়স ৬৭ বছর। সিবিআই আধꦰিকারিকের নাম করে তার কাছে ফোন করা হয়েচিল। আর সেই ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন তিনি। আর তার পরিণতি হয়েছে ভয়াবহ। তার কাছে ফোন করে বলা হয়েছিল তাইওয়ানের ঠিকানায় একটা প্য়াকেজ তাদের কাছে রয়েছে। সেখানে এমডিএমএ, পাসপোর্ট ও ক্রেডিট কার্ড রয়েছে বলে ফোনে দাবি করা হয়েছিল।
এদিকে সাধারণত আগে থেকেই তার আধার নম্বর সহ অন্যান্য নম্বর জোগাড় করে রেখেছিল প্রতারকরা। সেই মꦫতো তাকে ফোনে এব্যাপারে বলা হয়। এরপর তাকে হুমকি দেওয়া হয় যে মুম্বই থানায় তার 𒁏নামে অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গেই তাকে মাদক পাচার ও আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হতে পারে বলেও তাকে হুমকি দেওয়া হয়।
এরপর ওই প্রাক্তন ম্যানেজারকে ভিডিয়ো কলিং অ্যাপ ডাউনলোড করার জন্য বলা হয়। সেই মতো ওই ব্যক্তি𓃲 সেই অ্যাপটি ডাউনলোড করে ফেলেন। তাকে বলা হয়েছিল তদন্তের ধাপ হিসাবেই তাকে এই অ্য়াপ ডাউনলোড করতে হবে। সেই মতো ওই ব্যক্তি ধাপে ধাপে নির্দেশ মতো কাজ করতে শুরু করেন। আর এরপরই শুরু হল আসল খেলা।
আসলে ওটা ছিল স্কাইপের অ্যাপ। সেখানে সিবিআইয়ের সেই ভুয়ো আধিকারিকরা ছিল। ওই প্🅷রাক্তন কর্তাকে বোকা বানানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়। ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সংক্রান্ত তথ্য দেওয়া, ডেবিট কার্ডের নম্বর দেওয়া, সিভিভি নম্বর দেওয়ার জন্য় নির্দেশ দেওয়া হয়। এমনকী তার সম্পত্তি সংক্রান্ত কিছু নথিও তারা জেনে নেয় কৌশলে। এরপরই টাকা হাতিয়ে নিতে শুরু করে প্রতারকরা। পরে ওই ব্যক্তির ছেলে যিনি ইংল্যান্ডে থাকেন তার সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।