চরম নাটকের পর শেষ পর্যন্ত আস্থা ভোটে হেরে গদিচ্যুত হলেন ইমরান খান। মধ্যরাতে শুরু হওয়া আস্থা ভোটে ইমরানের দলের বিরুদ্ধে ১৭৪টি ভোট পড়ে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে। পিটিআই-এর সব সদস্যরা অ্যাসেম্বলি থেকে ওয়াক-আউট করেন ভোটাভুটির আগেই। স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। তবে পদত্যাগ করেননি ইমরান খান। শেষ পর্যন্ত আস্থা ভোটে হেরে গদিচ্যুত হন ‘কাপ্তান।’ এখন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন শেহবাজ শরিফ। এদিকে পিটিআই-এর তরফে প্রাক্তন বিদেশমন꧟্ত্রী শাহ মাহমুদ কুরেশিক🔥ে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেব বেছে নেওয়া হয়েছে।
বিলাওয়াল ভুট্টোই কি পরবর্তী বিদেশমন্ত্রী?
বিলাওয়াল ভুট্টোই কি পাকিস্তানের পরবর্তী বিদেশমন্ত্রী? জল্পনা তুঙ্গে উঠেছে। বর্♑তমানে তিনি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান।
শেহবাজকেই সমর্থন, জানিয়ে দিলেন বিলওয়াল
শেহবাজ শরিফকে পাকিস্তা♏নের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে সমর্থন করা হবে। নিশ্চিত করলেন পাকিস্তান পিপলস পার্টির বর্তমান চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।
শেহবাজ শরিফের নাম প্রস্তাব করা হল
শেহবাজ শরিফের নাম পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে প্রস্তাব করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারি। বিরোধীদের যৌথ মিটিংয়ে এই নাম প্রস্তাব করা হয়েছে বলে সূত্রের খ♋বর।
ইমরানের বিরুদ্ধে তদন্তের আবেদনের শুনানি সোমবার
ইমরান খান সহ তাঁর ঘনিষ্ঠ মন্ত্রীদের বিরুদ্ধ𓆏ে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছিল। এনিয়ে ইসলামাবাদ হাই কোর্টে তদন্তের আবেদন করেছিলেন মৌলবি ইকবাল হায়দার নামে এক ব্যক্তি। সেই সংক্রান্ত শুনানি হতে পারে সোমবার।
দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে ইমরান
পাকিস্তানের তেহেরিক-ই-ইনসাফের চেয়ারম্যান মাঝরাতে হেরেছেন অনাস্থা ভোটে। সূত্রের খবর, আগামী দিনের রণকৌশল ঠিক করতে দলেল সংসদীয় কমিটিকে নিয়ে বৈঠকে বসেন ইমরান খান। ইমরান ꧒খানের টুইটার অ্যাকাউন্ট সূত্রে খবর।
ফের শুরু হল স্বাধীনতার লড়াই, দাবি ইমরানের
টুইট করলেন ইমরাꦓন খান, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়েছে। আজ থেকে ফের ♛শুরু হল স্বাধীনতার লড়াই। তিনি লিখেছেন, ক্ষমতার পরিবর্তনের জন্য বিদেশের ষড়যন্ত্র রয়েছে।
পিটিআই-এর প্রধানমন্ত্রী পদপ্রার্থী কুরেশি
পিটিআই শাহ মাহমুদ কুরেশিকে꧙ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল পিটিআই।
সম্পন্ন আনুষ্ঠানিকতা
ইমরান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন শ💮েহবাজ শরিফ। বিরোধীরা আন♔ুষ্ঠানিকভাবে পরবর্তী পাক প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তাঁকে।
পাক সেনা প্রধানকে সরাতে চেয়েছিলেন ইমরান
নিজের গদি বাঁচাতে পাক সেনা প্রধানকে সরাতে চেয়েছিলেন ইমরান খান, দাবি রিপোর্টে। পড়ুন বিস্তারিত
ইমরানের প্রতি আনুগত্যের দাম দিতে হতে পারে প্রাক্তন স্পিকারকে
ইমরান নিয়াজি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ভোটদান করত♎ে অস্বীকার করেছিলেন স্পিকার আসাদ কাইসার। ইমরান খানের প্রতি এই আনুগত্য দেখাতে গিয়ে স্পিকার আসাদ কাইসার পাকিস্তান সুপ্রিম কোর্টের আদেশ অবমাননা করেছেন। শেষ পর্যন্ত পাক অ্যাসেম্বলিতে আস্থা ভোট হলেও তা হয় স্পিকারের পদত্যাগের পর। এই আবহে আদালত অবমাননার নোটিশ ধরানো হতে পারে প্রাক্তন স্পিকার কাইসারকে।
‘প্রতিশোধ নেওয়া হবে না’
গতরাতে পাক সংসদে দাঁড়িয়ে শেহবাদ শরিফ বলেন, ‘আম𝐆রা নিরপরাধ মানুষকে জেলে পাঠাব না। আমরা প্রতিশোধ নেব না। কিন্তু আইন আইনের পথে হাঁটবে এবং ন্যায়বিচার হবে। পাকিস্তানে নতুন ভোর আসতে চলেছে।’ শেহবাজ বলেন, ‘কোটি কোটি পাকিস্তানিদের প্রার্থনা সর্বশক্তিমান শুনেছেন। ঐক্যবদ্ধ বিরোধী দলের সকল সদস্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে।’
পরবর্তী নির্বাচন কবে?
নতুন প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে নির্বাচনের ঘোষণা করতে পারেন বা চলতি অ্যাসেম্বলির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সরকার চালিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে ২০২৩ সালের অগস্ট পর্যন্ত মেয়াদ আছে বর্🌃তমান অ্যাসেম্বলির। তারপর ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
পরবর্তী প্রধানমন্ত্রী বাছার প্রক্রিয়া কী?
পাক সংবিধানের অধীনে, একজনকে প্রধানমন্ত্রী হতে হলে পাক অ্যাসেম্বলির নিম্নকক্ষে সংখ্যা🃏গরিষ্ঠতার দ্বারা নির্বাচিত হতে হবে। মানে, ৩৪২ সদস্য বিশিষ্ট অ্যাসেম্বলিতে ন্যূনতম ১৭২টি ভোট পেতে হবে।
ইমরানের পরবর্তী পদক্ষেপ কী?
গতরাতেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ সরকারি বাসভবন ত্যাগ করেন। শেষ মুহূর্তে আস্থা ভোট হলেও সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে অবমাননার কোনও মামলা চালায় কি না, সেদিকে সবার নজর। এই পরিস্থিতিতে ইমরান খানের পরবর্তী পদক্ষেপের দিকেও সবার নজর। দীর্ঘ রাজনৈতি🔥ক ক্যারিয়ারে বেশির ভাগ সময় ইমরানের সঙ্গী ছিল সংগ্রাম।
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন শেহবাজ
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের প্রধান শেহবাজ শরিফ। আন্তর্জাতিক স্তরে সেভাবে পরিচিতি না থাকলেও পাকিস্তানের ঘরোয়া রাজনীতিতে দক্ষ প্রশাসক হিসেবে তাঁর সুনাম রয়েছে। কে এই শেহবাদ শরিফ?
মধ্যরাতে আস্থা ভোট
রবিবার ভোর রাতে ১৭৪-০ ভোটের ব্যবধানে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্ত🌠াব🏅 গৃহীত হয় পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে।