পাকিস্তানের সে﷽নাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ আর সপ্তাহ দুয়েকের মধ্যে শেষ হতে চলেছে। তার আগে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাত্র ৬ বছরের ব্যবধানে পাক সেনা প্র𝕴ধানের পরিবারের সদস্য এবং তাঁর ঘনিষ্ঠদের সম্প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যার পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা। এই প্রতিবেদন প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তানে। কীভাবে একজন সেনা প্রধানের পরিবারের সদস্যদের এত পরিমাণ সম্পত্তি হল তা নিয়ে উঠেছে প্রশ্ন।
পাকিস𝓀্তানি সাংবাদিܫক আহমেদ নুরানি এই প্রতিবেদনটি লিখেছেন। তিনি দাবি করেছেন,গত ৬ বছরে বাজওয়ার পরিবার, কাছের আত্মীয়স্বজনের সম্পত্তি ক🅠ীভাবে হু হু করে বেড়েছে। একাধিক ব্যবসা শুরু করেছে বাজওয়ার পরিবার। একের পর এক ব্যাবসার জেরে চাকরি জীবন শেষের আগেই বাজওয়ার পরিবার এবং আত্মীয়স🌼্বজনরা কার্যত বিলিয়নেয়রে পরিণত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা পাকিস্তানের বিশিষ্ট শহরগুলিতে ফার্মহাউসের মালিক হয়েছেন এবং বিদেশি সম্পত্তি কিনেছেন।
প্রতিবেদনে কামার জাভেদ বাজওয়া, তাঁর স্ত্রী আয়েশা আমজাদ, তাঁর পুত্রবধূ মাহনূর সাবির এবং পরিবারের অন্যান্য ঘনিষ্ঠ সদস্যদের সহ তাঁর পরিবারের আর্থিক লেনদেনের বিষয়েও তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সেনা প্রধানের পরিবারের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১২৭০ কোটি টাকা। ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে জেনারেল বাজওয়ার সম্পত্তি দুই থেকে চারগুণ হারে বৃদ্ধি পেয়েছে। আর এই চার বছরের মধ্যে তিনি তিন বার সম্🍌প🧔ত্তির বিবরণী সংশোধন করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।