জলে ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বেঁচে গেল পাকিস্তান। একেবারে শেষমুহূর্তে পাকিস্তানকে তিন বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করতে রাজি হল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। বিশ্বের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠানের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নয় মাসের সেই চুক্তিতে এবার আইএমএফের বোর্ডের অনুমোদন লাগবে। যা চলতি মাসের মাঝামাঝি সময় হতে পারে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তবে ইতিমধ্যে ‘উচ্ছ্বাস’ প্রকাশ শুরু করে দিয়েছেন পাকিস্তানের প্রধꦯানমন্ত্রী শেহবাজ শরিফ। ভয়াবহ আর্থিক সংকটের সময় পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য চিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে তাঁর প্রার্থনা, এটাই যেন পাকিস্তানের শেষ ঋণ হয়।
আইএমএফ এবার যে তিন বিলিয়ন ♏মার্কিন ডলার অনুদান দিচ্ছে, সেটাই শেষ ঋণ হবে কিনা, তা সময়ই বলবে। তবে এবার ওই তিন বিলিয়ন মার্কিন ডলার না পেলে পাকিস্তান পুরোপুরি ডুবে যেত বলে মত সংশ্লিষ্ট মহলের। ওই মহলের মতে, শেষমুহূর্তে ভেন্টিলেটরের নলটা না খুলে বাঁচিয়ে দেওয়া হল পাকিস্তানকে। নাহলে এখনই মুদ্রাস্ফীতি, খাদ্য নিয়ে পাকিস্তানে যে হাহাকার চলছে, তাতে শেষ হয়ে যেত ভারতের পড়শি দেশ।
আরও পড়ুন: আত্মঘাতী পাক ক্রীড়াব🥀িদ! ইদের দিনে কাঠ কাটার যন্ত্রে নিজের প্রাণ দিলেন ২৮ বছরে✃র স্নুকার প্লেয়ার
তবে সেই ভেন্টিলেটরে যে পাকিস্তানকে সারাজীবন রাখা যাবে না, তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছে আ♔ইএমএফ। বিশ্বের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠানের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমদানি কমিয়ে আনতে এবং বাণিজ্যের ঘাটতি কমানোর চেষ্টা করেও কোন লাভ হয়নি। ক্রমশ বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমেছে। একেবারে নীচের সীমায় পৌঁছে গিয়েছে। বিদ্যুৎক্ষেত্রের অবস্থাও শোচনীয় বলে জানিয়েছেন তিনি।