বড় সিদ্ধান্ত নিল সুজুকি মোটর কোম্পানি লিমিটেড। এবার পাকিস্তানে তাদের চারচাকা গাড়ি ও বাইকের প্ল্যান্ট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সুজুকি মোটর কোম্পানি লিমিটেড। আগামী ২২ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত এই প্ল্যান্ট বন্ধ রাখার সিদ্🅰ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানে গাড়ি আমদানি সংক্রান্ত বিধিনিষেধের জেরে সুজুকি কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। পাকিস্তান স্টক এক্সচেঞ্জকে দেওয়া একটি বিবৃতিতে কোম্পানির তরফে জা🐼নানো হয়েছে, গাড়ির তৈরির যন্ত্রপাতির কিছুটা ঘাটতি রয়েছে। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় কিছু রিপোর্টকে উদ্ধৃত করে একথা জানিয়েছে পিটিআই।
সূত্রের খবর, ২০২২ সালের মে মাসে স্টেট ব্যাঙ্ক অফ প⛎াকিস্তান কোনও জিনিসপত্র আমদানির ক্ষেত্রে 🧸উপযুক্ত অনুমতি নিতে হবে বলে জানিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান। আর এই নির্দেশকে ঘিরে স্বাভাবিকভাবেই একাধিক কোম্পানির অন্দরে নানা শোরগোল পড়ে যায়। বলা যায় একটা নেতিবাচক প্রভাব পড়ে কোম্পানির কাজকর্মে।
তবে সাময়িক সময়ের জন𝓀্য এই নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে সূত্রের খবর, প্রায় ৭৫ দিন পরে সুজুকি মোটরের ফোর হুইলার প্ল্যান্ট পাকিস্তানে বন্ধ ছিল।&♛nbsp;
তবে ওই মোটর কোম্পানির প্রায় ১ বছর ধরে নানা যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে সমস্যা থেকেই গিয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই যন্ত্রপাতি আমদানির ক্ষে🐈ত্রে নানা ঘাটতির জেরে ২২ জুন থেকে ৮ জুলাই ২০২৩ পর্যন্ত সুজুকি কোম্পানি তাদের মোটর সাইকেল ও অটোমোবাইল প্ল্যান্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বর্তমানে পাকিস্তান নানা অর্থনৈতিক সমস্য়ায় জর্জরিত। সেক্ষেত্রে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অটোমোবাইল শিল্প একটা বড় দিশা দেখাতে পারে। কিন্তু সেই অটোমোবাইল শিল্পের উপরেও বার বার নেতিবাচক প্রভাব পড়েছে বলে 💃দাবি করা হচ্ছে। যার জেরে পাকিস্তান অটোমোটিভ ম্যানুফ্য়া🦋কচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ২০২৩ সালের মে মাসে পাকিস্তানে গাড়ি বিক্রির পরিমাণ প্রায় ৮০ শতাংশ কমে গিয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার রিপোর্ট অনুসারে পাকিস্তান সুজুকি মোটর কোম্পানি তাদের চারচাকা তৈরির কোম্পানি ৭৫ দিন ধরে বন্ধ রেখেছিল। এর মূল কারণটি হল কাঁচা মাল সঠিক সময়ে না পাওয়া। ২০২২ সালে অগস্๊ট মাস থেকে ১৯ জুন পর্যন্ত এই কারখানা বন্ধ ছিল। আবার ২২ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত তাদের মোটরবাইক সহ অটোমোবাইল প্ল্যান্ট বন্ধ রাখার সিদ্ধান্ত।