গয়া বিমানবন্দরের জন্য কোড দেওয়া হয়েছে 'GAY'। আর এই কোড নিয়ে সরকারকে নিজেদের আপত্তির কথা জানাল সংসদীয় প্যানেল। পবিত্র শহরের জন্য এই কোড অনুপযুক্ত বলে আখ্যা দিয়েছে সংসদীয় প্যানেল। সরকারকে এই কোড পর🔯িবর্তনের আর্জি জানানো হয়েছে প্যানেলের তর🎃ফে।
পাবলিক আন্ডারটেকিংস সংক্রান্ত কমিটি ২০২১ সালের জানুয়ারিতে সংসদে পেশ করা তাদের প্রথম প্রতিবেদনে গয়ার বিমানবন্দরের 'GAY' কোড পরিবর্তন করার সুপারিশ করেছিল। বদলে 'YAG' কোডটি ব্যবহার করার প্রস্তাব করেছিল। এদিকে অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে, ‘প্রাথমিকভাবে বিমান নিরাপত্তা সংকඣ্রান্ত ন্যায্য কারণ’ ছাড়া আইএটিএ (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) বিমানবন্দরের কোড পরিবর্তন করতে পারে না।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বিমানবন্দরের জন্য কোড নির্ধারণ করে। কমিটি বলেছে যে গয়ার কোডটি অনুপযুক্ত, আপত্তিকর এবং বিব্রতকর। গয়া একটি পবিত্র শহর। এই পরিস্থিতিতে এহেন কোড ব্যবহার ঠিক নয়। এই আবহে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে এই বিষয়ে শীর্ষ স্তরে আলোচনা করে এই কোড বদলের আর্জি জানিয়েছে সংসদীয় প্যানেল। এই প্রসঙ্গে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, বিষয়টি ইতিমধ্যেই আইএটিএ-কে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার আবেদনের প্রেক্ষিতে আইএটিএ পাল্টা জবাব দিয়ে জানিয়েছে ৭৬৩ নম্বর রেজোলিউশন অনুযায়ী কোনও বিমাবন্দরের কোড স্থায়ী এবং নিরাপত্তা জনিত কোনও কারণ ছাড়া তারা এই কোড বদলে অক্ষম। এয়ার ইন্ডিয়ার আবেদনকে সাধুবাদ জানিয়ে অবশ্য প্যানেল ফের জোর দেয় যাতে সဣরকার নিজে এই বিষয়ে কোনও দৃঢ় পদক্ষেপ নেয়।