'ও ভাই... মারো, মুঝে মারো,' ভাইরাল ভিডিয়োটার কথা মনে পড়ছে? ক্রিকেট ম্যাচে পাকিস্তানের খারাপ পারফর্ম্যান্স নিয়ে অভিনব কায়দায় ক্ষোভ দেখিয়েছিলেন এক সমর্থক। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম মেটেরিয়াল হয়ে ওঠেন ওই পাকিস্তানি যুবক।কিছুটা তাঁরই মতো হঠাত্ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ইনস্টাগ্রামার দানানীর মোবীন। দক্ষিণ এশীয়দের জোর করে মার্কিন অ্যাকসেন্ট আনার চেষ্টা নিয়ে মজা করেছিলেন তিনি। পার্টিকে 'পাউরি' উচ্চারণ করেছিলেন মোবীন। আর তাতেই ভাইরাল হয়ে যান। বেড়ে যায় ফলোয়ার্স। আসতে থাকে সিনেমা, সিরিয়াল, মডেলিংয়ের অজস্র অফার। পাকিস্তানি যুবক মোমিন শাকিবের সঙ্গে একই ভিডিয়োয় দানানীর মোবীন, ওরফে 'পাউরি গার্ল'। দুজনের এই ভিডিয়ো পোস্ট করেছেন দানানীর। মাত্র ২ দিনেই তাঁদের দুজনের এই ভিডিয়োয় ১০ লক্ষেরও বেশি ভিউ। সোশ্যাল মিডিয়ায় কে কখন ভাইরাল হয়ে যাবেন বলা মুশকিল। এমটাই হয় পাকিস্তানের বছর ১৯-এর ব্লগার, ইনস্টাগ্রামার দানানীর মোবীনের ক্ষেত্রে। সেলেব থেকে পুলিশ দফতর, সবার মুখেই "ইহা পাউরি হো রহি হ্যায়।"দক্ষিণ এশীয়দের জোর করে মার্কিন অ্যাকসেন্ট আনার চেষ্টাকে নিয়ে মজা করে পার্টিকে 'পাউরি' উচ্চারণ করেছিলেন মোবীন। তবে সেটাই যে এভাবে লক্ষ লক্ষ ভিউ পাবে তা ভাবেননি কোনওদিনও। এখনও পর্যন্ত প্রায় ৮২ লক্ষ ভিউ হয়েছে এই ভিডিয়োয়। অন্যদিকে ২০১৯ সালে একটি ভাইরাল ভিডিয়োর জেরে ভাগ্য বদলে গিয়েছে মোমিন শাকিবেরও। আগে টুকটাক মজার ভিডিয়ো, মডেলিং করতেনই। কিন্তু ভাইরাল হওয়ার পর বেড়ে যায় ফলোয়ার। আসতে থাকে অভিনয়, মডেলিং-এর অফার। টিভি সিরিয়াল, সিনেমায় চুটিয়ে অভিনয়ও করছেন তিনি। অনেকেরই জল্পনা, এবার হয়তো কোনও সিনেমায় একসঙ্গে দেখা যাবে দুই সোশ্যাল মিডিয়া তারকাকে। তবে, এ বিষয়ে এখনও কিছু খোলসা করেননি দুজনেই।