লাগাতার নিয়মভঙ্গের জেরে শাস্তির মুখে পড়ল পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payments Bank)। তার জেরে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়ালেট, FASTags দিয়ে অনলাইনে টাকা দিতে পারবেন না গ্রাহকরা। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে জানানো হয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারির পর থেকে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট্যাগে কোনও টাকা জমা নেওয়া অথবা টপ-আপ করার ক্ষেত্রে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি ✤করা হয়েছে। তবে যে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগের মতো জায়গায় টাকা আছে, তাঁদের ক্ষেত্রে সেই বিধিনিষেধ কার্যকর হবে না। অর্থাৎ তাঁরা ফেব্রুয়ারির পরও পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের𝓰 মাধ্যমে অনলাইনে টাকা দিতে পারবেন।
পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কোন কোন কাজের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে?
১) ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ‘কোনওরকম সুদ, ক্যাশব্যাক বা রিফান্ড ছাড়া ২০২৪ সালের ২৯ ফেব্রꦑুয়ারির পর থেকে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, প্রিপেড মাধ্যম, ওয়ালেট, ফাস্ট্যাগ, এমসিএমসি কার্ডের (ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড) মতো ক্ষেত্রে♈ আর ডিপোজিট বা ক্রেডিট লেনদেন বা টপ-আপ করতে দেওয়া হবে না।’
২) আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, কোনওরকম নিষেধাজ্ঞা ছাড়াই গ্রাহকরা নিজেদের সেভি♊ংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফাস্ট্যাগ, ন্যাশনাল মোবিলিটি কার্ড-সহ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। যতদিন তাঁদের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে, ততদিন তাঁরা সেই টাকা অনলাইন লেনদেনের ক্ষেত্🦂রে ব্যবহার করতে পারবেন। টাকা তুলতে পারবেন বলেও ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: UPI rule changes: UPI-তে ৫ বদল ২০২৪-এর গো﷽ড়ায়! কী কী সেগুলি?
৩) ভারতের কেন্দ্রী🐠য় ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে যে টাকা ট🐬্রান্সফারের মতো উপরোক্ত পরিষেবাগুলি ছাড়া ২৯ ফেব্রুয়ারির পর থেকে কোনও পরিষেবা প্রদান করতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। অর্থাৎ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI), ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), আধার এনেবেলড পেমেন্ট সিস্টেমের (AePS) মতো কোনও পরিষেবা দিতে পারবে না। অর্থাৎ ১ মার্চ থেকে পেটিম পেমেন্টস ব্যাঙ্কের ওয়ালেট, FASTags দিয়ে অনলাইনে টাকা দেওয়া যাবে না।
উল্লেখ্য, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিণতি যে কিছুটা এরকম হতে চলেছে, সেটার ইঙ্গিত মিলেছিল ২০২২ সালেই। সেই বছর মার্চে আরবিআই꧒ নির্দেশ দিয়েছিল যে আর কোনও গ্রাহক নিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। তারপর আজ (৩১ জানুয়ারি🦩) পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে আরও শাস্তি দিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক।