Multibagger stock: রাজ রেয়ন ইন্ডাস্ট্রিজের(Raj Rayon Industries) শেয়ার বর্তমানে দেশের অন্যতম বড় মাল্টিব্যাগার স্টকের তালিকায় স্থান করে নিয়েছে। দুর্দান্ত রিটার্নের কারণে বর্তমানে শেয়ার বাজারে সবার মুখে মুখে এই শেয়ারের নাম। এই স্মল-ক্যাপ পেনি স্টকটি গত বছরে মাল্টিব্যাগার স্টকের তকমা পেয়েছে। মাত্র ১.৬৫ টাকা থেকে বেড়ে এই শেয়ারের দাম ৬৯.২০ টাকায় পৌঁছে গিয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা প্রায় ৪,১০০ শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়েছেন। আরও পড়ুন: বাজারের হাল খারাপ! ৪,০০০ কোটির IPO-র নথি জমা দিয়েও ফিরিয়ে নিল Fab India
গত দুই বছরে, এই মাল্টিব্যাগার পেনি স্টকটি ০.২০ টাকা থেকে বেড়ে ৬৯.২০ টাকা প্রতি শেয়ারে পৌঁছে গিয়েছে। ফলে অনেকে অবিশ্বাস্য হ💫ারে, প্রায় ৩,৪৫,০০০ শতাংশ রিটার্ন পেয়েছেন।
Raj Rayon Industries-এর শেয়ার মূল্যের ইতিহাস
মাল্টিব্যাগার পেনি স্টকটি গত এক মাস ধরে বেস বিল্ডিং মোডে রয়েছে। এই সময়ের মধ্যে এই শেয়ার প্রায় ১০ শতাংশ কমেছে। তবে চলতি বছরে এখনও পর্যন্ত (YTD) এই মাল্টিব্যাগার স্টকটি শেয়ার প্রতি ৩৬.৯০ টাকা থেকে বেড়ে ৬৯.২০ টাকা হয়ে গিয়েছে। এর ফলে শেয়ারহোল্ডাররা প্রায় ৮৫% রিটার্ন পেয়েছেন। গত ছয় মাসে, এই মাল্টিব্যাগার স্মল-ক্যাপ স্টকটি ১৬.২০ টাকা থেকে বেড়ে ৬৯.২০ টাকায় পৌঁছে গিয়েছে। এর ফলে শেয়ারহোল্ডাররা প্রায় ৩২৫ শতাংশ রিটার্ন পেয়েছেন। গত এক বছ🅰রে, এই মাল্টিব্যাগার স্টকটি শেয়ার প্রতি ১.৬৫ টাকা থেকে বেড়ে ৬৯.২০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এই সময়ের মধ্যে শেয়ারটি প্রায় ৪,১০০ শতাংশ বেড়েছে। একইভাবে, গত দুই বছরে, এই পেনি স্টক ০.২০ টাকা থেকে বেড়ে ৬৯.২০ টাকা হয়ে গিয়েছে।
বিনিয়োগের উপর প্রভাব
যদি কোনও বিনিয়োগকারী দুই বছর আগে এই মাল্টিব্যাগার স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর সেই ১ লাখ টাকার শেয়ার আজ বেড়ে ৩.৪৬ কোটিতে পরিণত হবে। তবে দুই বছর আগে এই পেনি স্টকের ভবিষ্যত নির্ধারণ করে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা মোটেও সহজ বিষয় ছিল না। আরও পড়ুন: Zomato-র ১৫০ টাকার শেয়ার কমে মাত্র ৪০ টাকা! ‘আমি দর দেখি না,’ দাবি CEO-র
এ🐷ই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। H♕T App ডাউনলোড করার লিঙ্ক