ম💙াসে মাত্র ৫৫ টাকা বিনিয়োগ করতে হবে। সেখানে বার্ষিক পেনশন মিলবে ন্যূনতম ৩৬,০০০ টাকা। এমনই সুবিধা পাওয়া যায় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পে💎 (Pradhan Mantri Shram Yogi Maan-dhan)।
ওই প্রকল্প অনুযায়ী, ৬০ বছর হওয়ার পর প্রত্যেক উপভোক্তা মাসে ন্যূনতম ৩,০০০ টাকা পেনশন পাবেন। যে অঙ্কটা বছরে দাঁড়াবে ৩৬,০০০ টাকা। দম্পতিদের ক্ষেত্রে তা ৭২,০০০ টাকা হবে। কোনও উ𓆏পভোক্তা যখন অ্যানুইটি পাচ্ছেন, তখন যদি তিনি মারা যান, তাহলে তাঁর স্বামী/স্ত্রী ফ্যামিলি পেনশনের ৫০ শতাংশ পাবেন। শুধুমাত্র স্বামী/স্ত্রী ফ্যামিলি পেনশন পাবেন।
প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পের সুবিধা পাবেন আপনি?
কেউ যদি প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পের উপভোক🐼্তা হতে চান, তাহলে তাঁর বয়স ১৮ থেকে ৪০-র মধ্যে হতে হবে। নির্দিষ্ট পেশার মানুষই প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পের সুবিধা পাবেন। বাড়িতে কর্মরত মানুষ, রাস্তার দু'পাশের বিক্রেতা, মিডে ডে মিল কর্মী, পরিচারক/পরিচারিকা, ইটভাটার কর্মী, কৃষিক্ষেত্রের শ্রমিক, ভূমিহীন শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁতশিল্পী, চামড়ার কাজ করা শ্রমিক, রিকশাচালক-সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন।
আরও পড়ুন: Employees’ Pension Scheme: EPS-এর নিয়মে আসতে পারে বড় ܫবদল! সরতে পারে সর্বোচ্চ সীমার বাধা