বেলজিয়াম আর নেদারল্যান্ডস সীমান্তে অবস্থিত বার্লে শহরের অনেক কিছুই দুটো করে আছে৷ যেমন দুটি পুলিশ ইউনিট, দুটি গির্জা, দুটি ডাক ব্যবস্থা, দুটি টাউন হল৷ এমনকী কিছু মানুষের বাড়িও দুই দেশে অবস্থিত৷ শহরের বাসিন্দা এড ডে লাট জানান, ‘আমার স্ত্রী যখন রাঁধেন তখন তিনি বেলজিয়ামে, আর আমরা যখন খাই, তখন সেটা হল্যান্ডে৷' শহরের নেদারল্যান্ডস অংশের নাম বারܫ্লে নাসাউ৷ আর বেলজিয়াম অংশটি বার্লে হেয়ারটখ নামে পরিচিত৷
বার্লেতে ৭,০০০ মানুষ বাস করেন৷ শহরের পর্যটন অফিসের প্রধান ভিলেম ফান খুল জানান, বেলজিয়ামের ২২টি অংশ আছে নেদারল্যান্ডসে৷ ‘গল্প এখানেই শেষ নয়৷ কারণ, ডাচ সাতটি অংশও বেলজিয়ামে পড়েছে৷ সারা বিশ্বে এমন ৬৪টি আছে৷ মানে, আমাদে🐠র আছে ෴প্রায় অর্ধেক, যা আমাদের ছিটমহলের বিশ্ব রাজধানীতে পরিণত করেছে,' বলেন তিনি৷
কিন্তু কীভাবে এমন হল? বড় গল্পটা ছোট করে বললে - ১১৯৮ সꩲালে দু'জন ডিউক কিছু জমি টুকরো করতে রাজি হয়েছিলেন, তাই এমন জটিল অবস্থা তৈরি হয়েছে৷
তবে চোখ খোলা❀ রাখলে আপনি কোথাജয় আছেন, জানা কঠিন নয়৷ ভিলেম ফান খুল বলেন, ‘আপনি কোন দেশে আছেন সেটা বুঝতে রাস্তায় পেরেক বসানো আছে, আর ফুটপাতে আছে ক্রস৷’