গণতন্ত্র, বিচারব্যবস্থা ও নিরাপত্তার উপর বড় আঘাত। একথা উল্লেখ করে এবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী আদালতের নজরদারিতে স্পেশাল ইনভেসটিগেশন টিমের মাধ্যমে পেগাসাস কেলেঙ্কারি নিয়ে তদন্ত করার জন্য় আবেদন করলেন। অ্যাডভোকেট মনোহরলাল শর্মা সুপ্রিম কোর্টে এই আবেদন করে জানিয়েছেন, এই পেগাসাস কেলেঙ্কারি দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও সুরক্ষার উপর আঘাত এনেছে। সিবিআইয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও রেসপন্ডেন্ট হিসাবে এই আবেদনে নাম উল্লেখ করা হয়েছে। তবে শর্মা এর আগেই সিবিআইয়ের কাছে এফআইআর করার জন্য গিয়েছিলেন বলে তাঁর দাবি। কিন্তু সেই এফআইআর নথিভুক্ত করা হয়নি বলে আবেদনে উ🍷ল্লেখ করা হয়েছে।
গণতন্ত্র, বিচারব্যবস্থা ও নিরাপত্তার উপর বড় আঘাত। একথা উল্লেখ করে এবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী আদালতের নজরদারিতে স্পেশাল ইনভেসটিগেশন টিমের মাধ্যমে পেগাসাস কেলেঙ্কারি নিয়ে তদন্ত করার জন্য় আবেদন করলেন। অ্যাডভোকেট মনোহরলাল শর্মা সুপ্রিম কোর্টে এই আবেদন করে জানিয়েছেন, এই পেগাসাস কেলেঙ্কারি দেশের গণত♚ন্ত্র, বিচারব্যবস্থা ও সুরক্ষার উপর আঘাত এনেছে। সিবিআইয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও রেসপন্ডেন্ট হিসাবে এই আবেদনে নাম উল্লেখ করা হয়েছে। তবে শর্মা এর আগেই সিবিআইয়ের কাছে এফআইআর করার জন্য গিয়েছিলেন বলে তাঁর দাবি। কিন্তু সেই এফআইআর নথিভুক্ত করা হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
|#+|
এক্ষেত্রে দুটি দাবির ভিত্তিতে এই আবেদন করা হয়েছে। একটি হল কোর্টের নজরদারিতে সিটের মাধ্যমে তদন্ত। অন্যদিকে পেগাসাস সফটওয়্যারকে যারা কিনেছিল তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। পাশাপাশি তিনি আবেদন করেছেন 🦩সংসদের অনুমতি ছাড়া পেগাসাস সফটওয়্যার কেনা অনৈতিক ও মানুষের জীবনের সুরক্ষার বিরোধী বলে আদালতকে ঘ♚োষণা করার দাবি তিনি তুলেছেন। পাশাপাশি গোটা ঘটনায় আর্থিক অনিয়মেরও অভিযোগ তুলেছেন তিনি।
পেগাসাস সফটওয়ার কেনা সংবিধান বিরোধী কার্যকলাপ বলে ঘোষণা করার দাবিও তিনি তুলেছেন। পাশাপাশি তꦬিনি আদালতের কাছে আবেদন করেছেন এই পেগাসাস সফটওয়ার কেনার টাকা প্রধানমন্ত্রীকে সুদ সহ ফেরৎ দিতে হবে। প্রসঙ্গত এর আগে ২০🔜১৯ সালের ডিসেম্বর মাসে প্রাক্তন আরএসএস প্রচারক কেএন গোবিন্দাচার্য পেগাসাস সংক্রান্ত বিষয়টি আদালতের গোচরে আনতে চান। কিন্তু তৎকালীন প্রধানবিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ প্রথম শুনানির দিনই এই মামলা তুলে নেওয়ার জন্য নির্দেশ দেন। সেবারও এনআইএ বা সিটের তদন্তের আবেদন করা হয়েছিল।