প্রশ্ন : আমি একটানা ৮ বছর ধরে একই সংস্থায় কাজ করছি। সেথানে এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ডে (Employee Provident Fund) টাকা জমা করেছি। এর পরে আমি অন্য একটি ক্ষুদ্রতর সংস্থায় যোগ দিই। সেখানে টানা ১৪ বছর চাকরি করি। এই সংস্থাটায় আবার ইপিএফ (EPF)-এর সুবিধা ছিল না।এরপরে কয়েকমাসের জন্য ছুটি কাটিয়ে একটি বড় সংস্থায় যোগ দিই। সেখানে ইপিএফ কাটা হয়।আমার প্রশ্ন হল, আমি কি টানা ৫ বছর একই সংস্থায় চাকরির ক্ষেত্রে ইপিএফ-এ যে করছাড় মেলে, সেটা পাব?-নাম প্রকাশে অনিচ্ছুকযখন একাধিক নিয়োগকারী থাকে এবং প্রভিডেন্ট ফান্ডের ব্যালান্স সর্বশেষ সংস্থার পিএফ অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়, সেক্ষেত্রে মোট চাকরির সময়কাল একত্রে দেখা হয়। সেইভাবেই বিচার করা হয় কোনও ব্যক্তি টানা ৫ বছর কাজ করছেন কিনা।আপনার ক্ষেত্রে আপনি শুরুতেই একটি সংস্থায় টানা ৮ বছর কাজ করেছেন। ফলে ইতিমধ্যেই আপনি ৫ বছরের বেশি একটানা একটি সংস্থায় কাজ করে ফেলেছেন।এরপরেও, যদি ধরে নিই আপনি আগের সংস্থার ইপিএফ ব্যালেন্স বর্তমান নিয়োগকারীর কাছে স্থানান্তরিত করেন, সেক্ষেত্রেও আপনার চাকরির সময় টানা ৫ বছরের বেশিই ধরা হবে। তাই কখনও কাজ ছাড়লে বা অবসরের সময়ে পিএফ-এর ব্যালেন্স উইথড্র করলে আপনার ক্ষেত্রে করছাড় মিলবে।কিন্তু, যে সময়টুকু আপনি ব্রেক নিয়েছিলেন সেই সময়ের জন্য পিএফ ব্যালেন্সের পরিবৃদ্ধি বা আপনি চাকরি ছাড়ার পর থেকে টাকা তোলা পর্যন্ত সময়কালের জন্য কর আরোপ করা হবে।