ভারতীয় রেলের ৮টি মুখ্য পরিষেবাকে এক ছাতার নীচে আনার সিদ্ধান্তে চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন রেলকর্মীরা। তাঁদের আশ্বস্ত করলেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব।রেল পরিষেবার মানে সমন্বয় ঘটাতে এবং কর্মী উন্নয়ন নীতিতে সাম্য আনতে আটটি প্রধান শাখা একত্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান।দেড়শো বছরের পুরনো ভারতীয় রেল বোর্ডে সংস্কারগত পরিবর্তন আনতে গত মঙ্গলবার রেলের শীর্ষ সংগঠনের ক্ষমতা ৫০% হ্রাস করে কেন্দ্রীয় রেল মন্ত্রক। এ ছাড়া, ভারতীয় রেল ব্যবস্থাপক পরিষেবার অধীনে (IRMS) সংযুক্ত করা হয় রেলের ৮টি পরিষেবা শাখাকে। আর তাতেই গুজব রটে যায়, এবার কর্মীদের পদোন্নতি প্রক্রিয়াতেও লাগাম দেবে রেল মন্ত্রক।এ দিন রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছেন, ‘যে সমস্ত কর্মী অফিসার স্তরে প্রোমোশনের বিষয়ে উদ্বিগ্ন, তাঁদের জেনে রাখা দরকার যে গ্রুপ অফ মিনিস্টার্স এ সম্পর্কে বিকল্প ব্যবস্থা ও প্রক্রিয়া সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত তাঁরা নিজেদের নির্দিষ্ট শাখার অধীনেই কাজ করবেন। আমরা বিশেষ খেয়াল রাখছি যাতে কোনও রেল আধিকারিকের পেশাদার জীবনে অগ্রগতি এই সিদ্ধান্তের কারণে বিঘ্নিত না হয়। বিষয়টি পরিষ্কাীর করতে ৪ হাজার রেলকর্মীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করব।’মন্ত্রী জানিয়েছেন, ‘যে হেতু বর্তমানে বোর্ড সদস্যদের অধীনে রেলের বিভিন্ন পরিষেবামূলক শাখাগুলি রয়েছে, তাতে বেশ কিছু বিষয়ে শুধুমাত্র একমুখী উন্নয়নের দিকে নজর থেকেছে। কিছু কিছু আধিকারিক শুধুমাত্র নিজের বিভাগের উন্নয়ন সম্পর্কেই সচেতন।’নতুন সংস্কারমূলক পদক্ষেপে রেলের ৮টি পরিষেবা শাখাকে IRMS-এর অধীনে আনা হচ্ছে।