ফের লাদাখ সীমান্তে চিনা সেনার সক্রিয় গতিবিধি লক্ষ্য করা গেল। সম্প্রতি প্রকাশ্যে আসা এক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, প্যাংগং লেকের কাছে বড় একটি সেতু নির্মাণ ♔শুরু করেছে পিপল’স লিবারেশন আর্মি। এই সেতু দিয়ে অনায়াসে ট্যাঙ্ক ও যুদ্ধের সাঁজোয়া যান চলতে পারবে বলে মত সামরিক বিশেষজ্ঞদের। উল্লেখ্য, এর আগেও ভারতীয় সেনা দাবি করেছিল যে প্যাংগং হ্রদ অঞ্চলে একটি সেতু নির্মাণ করছে চিন। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা উপ্রহ চিত্রে দেখা গিয়েছে, নতুন এই সেতু আগেরটি থেকে অনেকটাই বড়।
১৩৫ কিমি বর্গকিলোমিটার বিস্তৃত প্যাংগং হ্রদটির কিছুটা অংশ ভারতে আর কিছুটা অংশ তিব্বতে। ২০২০ সালে ভারত ও চিনা সেনা এই অঞ্চলে মুখোমুখি হয়েছিল। সেই উত্তেজনার পরিস্থিতি বিগত দিনে কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি আগের মতো শান্ত নয় এখন আর। সীমান্তে ১৫ দফা বৈঠকের পরও সীমান্ত থেকে সে♛না প্রত্যাহার করেনি চিন। উল্টে বিভিন্ন জায়গায় নতুন পরিকাঠামো তৈরি করে পরিস্থিতি আরও জটিল করে তুলছে তারা। এই আবহে প্যাংগং সংলগ্ন এলাকায় এত বড় সেতু নির্মাণ করা হামলার আগাম আভাস কি না, তা বোঝার চেষ্টায় অনেকেই।
প্যাংগং সংলগ্ন যে এলাকা চিনের দখলে, সেখানে এর আগেও ২০২১ সালের শেষের দিকে একটি সেতু নির্মাণ করেছিল পিএলএ। সেই সেতুর ঠিক পাশে নির্মাণ করা হচ্ছে নয়া আরও বড় সেতুটি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ আগে এই দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু করে চিনা সামরিক বাহিনী। এই সেতু নির্মাণ হলে ভারত সীমান্তের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারবে চিনা ট্যাঙ্ক ও অন্যান্য সাজোঁয়া যান। এদিকে ভারতও প্যাংগং সংলগ্ন এলাকায় পরিকাঠামো নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া প্যাংগং লেকের দক্ষিণাঞ্চলের কাছে পাহাড়গুলিতে ভারতীয় সেনা মোতয়েন থাকায় চিন খানিকটা হলেও ব্যাকফুটে রয়েছে। লাদাখ সেক্টরে উপস্থিত রয়েছে ভারতীয় বাহিনী𓆏র বড় রেজিমেন্ট। তাই চিনের উপর ভারতও কড়া নজর রেখে চলেছে।