আজ মাদ্রাজ হাই কোর্টে পাঁচজন বিচারপতির শপথগ্রহণের কথা। সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ সেই শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। যে পাঁচজনের আজ বিচারপতি হিসেবে শপথ নেওয়ার কথা, তাঁদর মধ্যে অন্যতম হলেন ভিক্টোরিয়া গৌরী। আর তাঁর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তিনজন আইনজীবী। আবেদনকারীদের অভিযোগ, ভিক্টোরিয়া গৌরী 'পক্ষপাতদুষ্ট'। আবেদনকারীদের আরও অভিযোগ, নির্নিষ্ট ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে ভিক্টোরিয়া। এই আবহে নজিরবিহীন ভাবে শপথগ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে তাঁর নিয়োগের বিরোধিতায় দায়ের হওয়া মামলার শুনানি হতে চলেছে 😼সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে আইটেম নং ৩৮ হিসেবে নথিভুক্ত রয়েছে ভিক্টোরিয়া গৌরীর মামলাটি। মাদ্রাজ হাই কোর্টের যে তিন আইনজীবী এই নিয়োগের বিরোধিতায় মামলা করেছেন, তাঁদের বতব্য, 'ভিক্টোরিয়া গৌরী বিগত দিনে তাঁর বিভিন্ন মন্তব্যে মুসলিম এবং ক্রিশ্চিয়ান নাগরিকদের প্রতি তাঁর মনোভাব স্পষཧ্ট করেছেন। ভারতীয় সংবিধানের ১৪ এবং ১৫ নং ধারায় নিবন্ধিত মৌলিক অধিকারকে খর্ব করে সেই সম মনোভাব। এই ধরনের মনোভাব বিচারের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।' এই আবেদমের প্রেক্ষিতে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই মামলার জরুরি শুনানির আবেদন দিয়েছিলেন। এই আবহে আজকে দ্রুত এই মামলাটি সুপ্রিম কোর্টে শোনা হবে।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে বিচারপতি হিসেবে ভিক্টোরিয়া গৌরীর যোগ্যতা এবং বিজেপির সঙ্গে তাঁর সখ্যতার বিষয়টি চর্চিত হতে শুরু করেছে। টুইটারে গৌরীর একটি 'আনভেরিয়াফায়েড' অ্যাকাউন্টে দাবি করা হয়েছে যে তিনি ভারতীয় মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। সেই একই অ্যাকাউন্টে ২০১৯ সালের ৩১ জানুয়ারির একটি টুইটে লেখে, 'আমি আজ বিজেপিতে যোগ দিলাম। নতুন ভারত গড়তে আপনারাও বিজেপিতে যোগ দিতে পারেন।' এরই মাঝে মুসলিম এবং ক্রিশ্চিয়ানদের বিরুদ্ধে গৌররি বিভিন্ন মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ২০১৮ সালের এমনই এক ভ🔯িডিয়োতে গৌরীকে বলতে শোনা যাচ্ছে, 'ইসলাম হল সবুজ আতঙ্ক, এবং খ্রিষ্ঠ ধর্ম হল সাদা আতঙ্ক। ক্রিশ্চিয়ান গোষ্ঠীগুলি মুসলিম গোষ্ঠীগুলির থেকে কোনও অংশে কম ভয়ঙ্কর নয়। দুই গোষ্ঠীই লাভ জিহাদ করে বেরাচ্ছে।' অপর এক সাক্ষাৎকারে গৌরী দাবি করেছিলেন 'ক্রিশ্চিয়ান গানে' ভারতনট্যম নৃত্য পরিবেশন করা উচিত নয়। এই সব বিতর্কের মাঝেই গৌরীকে হাই কোর্টের বিচারপতি করা নিয়ে আপত্তি রয়েছে বহু আইনজীবীর। তা নিয়ে সরাসরি রাষ্ট্রপতির কাছেও চিঠি লিখেছেন তাঁরা। এরই মাঝে অবশ্য মাদুরাইয়ের কয়েকজন আইনজীবী গৌরীর পক্ষে চিঠি লিখেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে। এই সবের মাঝেই আজ শপথের আগে ꦗনজিরবিহীন শুনানি হতে চলেছে সুপ্রিম কর্টে।