প্রধানমন্ত্রী ক♌িষান সম্মান নিধির দশম কিস্তির টাকা প্রদান করল কেন্দ্র। নয়া বছরের প্রথম দিনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেশের ১০ কোটির🥀 বেশি কৃষককে ২০,০০০ কোটি টাকার বেশি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, কীভাবে দেখবেন?
১) প্রধানমন্ত্রী ♛কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) ডান✱দিকের 'Farmers Corner🌼'-এ 'Beneficiary Status' ট্যাবে ক্লিক করুন।
৩) ‘Aadhaar number’, ‘Account number’ বা ‘Mobi🐷le number’ 𝕴বেছে নিন।
৪) যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো আধার কার্ডের নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন। তারপর ‘Get Data’-য় ক্লিক করুন। 🌳;
৫) তারপরই আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে দশম কিস্তির ২,০০০ টাকা জমা পড়𓄧েছে কিনা।
এছাড়াও উপভোক্তরা PM Kisan মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন। গুগল প্লে ꦑস্টোর বা অ্যাপ স্টোরে সেই অ্যাপ পাওয়া যাবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে✅ও অ্যাপ ডাউনলোডের লিঙ্ক আছে।
শনিবার ভিডিয়ো কনফারেন্সে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্🌌দ্র সিং তোমর জানান, ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১.৬১ লাখ কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্ট পাঠানো হয়েছে। তাতে লাভবান হয়েছেন দেশের ১১.৫ কোটি কৃষক। চলতি অর্থবর্ষে (২০২১০২২) ৬৫,৮০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র।