আজই করতে হবে ই-কেওয়াইসি। সেই কাজটা না করলে কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম কিষান) একাদশ কিস্তির টাকা ঢুকবে না। এমনটাই জানিয়েছে নয়༒ডা 🐷জেলা প্রশাসন।
নয়ডা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যদি কৃষকরা আজকের (২৫ মার্চ) মধ্যে তাঁদের ই-কেওয়াইসি প্রক্রিয়া শেষ না করেন, তাহলে তাঁরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির একাদশ কিস্তির টাকা পাবেন না। যা আগামী মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। তবে দেশের👍 বাকি অংশে সেই কাজটা করার জন্য আরও কয়েকদিন আছে। আগামী ৩১ মার্চের (বৃহস্পতিবার) মধ্যে তাঁদের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
কীভাবে পিএমে-কিষানের (PM-Kisan) ই-কেওয়াইসি করতে হবে?
১) Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) তথা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম কিষান) অফিসিয়াস ওয়েবসাইট -তে🍎 যান।
২) স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে 'eKYC'-তে ক্লিক𓂃 𝕴করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে ন﷽িজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন।
৫) আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত🎃 আছে, তা লিখে ফেলুন।𒁃
৬) সেই 🔯নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন।
৭) ‘Submit’-এ ক্লিক করুন। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে♚ যাবে।
আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, কীভাবে দেখবেন?
১) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়🃏েবসাইট pmkisan.gov.in-তে যেতে হয়।&🍸nbsp;
২) ডানদিকের 'Farmers Co💖rner'-এ 'Beneficiary Status' ট্যাবে ক্লিক🧜 করুন। ‘Aadhaar number’, ‘Account number’ বা ‘Mobile number’ বেছে নিন। যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো আধার কার্ডের নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন।
৩) তারপর ‘Get Data’-য় ক্লিক করুন।
৪) তারপরই আপনি জানতেꦗ পারবেন যে আপনার📖 অ্যাকাউন্টে একাদশ কিস্তির ২,০০০ টাকা জমা পড়েছে কিনা।