দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১১ তম কিস্তির ২,০০০ টাকা প্রদান করল কেন্দ্র। ‘ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার’-র মাধ্যমে দেশের🧜 ১০ কোটির বেশি কৃষকের কাছে সবমিলিয়ে ২১,০০০ কোটি টাকা পৌঁছে যাবে।
মঙ্গলবার শিমলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মജোদী জানান, পিএম কিষান সম্মান নিধির একাদশ কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছে। শিমলা থেকে ১০ কোটির বেশি কৃষককে ২,০০০ টাকা প্রদানের সৌভাগ্য হয়েছে বলে জানান মোদী। যে টাকা কবে দেওয়া হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন কৃষকরা।
আরও পড়ুন: PM Kisan: হা𒅌জার-হাজার কৃষককে টাকা ফেরত🍸 দেওয়ার নোটিশ! কারা পাচ্ছেন?
যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, তাঁদের ফোনে মেসেজ আসবে। ফোনে মেসেজ না হলে আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan) ১১ তম কিস্তির🃏 টাকা ঢুকেছে কিনা, তা কীভাবে দেখবেন, জেনে নিন -
১) প্♔রধানমন্ত্রী 🏅কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট -তে যেতে হয়।
২) ডানদিকের 'Farmers Corner'-এ 'Beneficiary Status' ট্যাবে ক্লিক করুন। ‘Aadhaar number’, ‘Account number’ বা ‘Mobile number’ বেছে নিন। যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো আধার🍬 কার্ডের নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন।