শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১২ তম কিস্তি পাবেন কৃষকরা। এই প্রকল্পের অধীনে, কৃষক পরিবারদের তিনটি সমান কিস্তিꦛতে বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে পিএম কিষানের ১২তম কিস্তির রিলিজ করবেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ অক্টোবর নয়াদিল্লিতে দুই দিনের অনুষ্ঠান প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলন ২০২২-এর উদ্বোধন করবেন। এই ইভেন্ট চলাকালীনই, প্রধানমন্ত্রী সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ১২ ꦦতম কিস্তি হিসাবে PM Kisan-এর টাকা রিলিজ করবেন। মোট ১৬,০০০ কোটি টাকা ব্যয় করা হবে।
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে এই প্রধানমন্ত্রী কিষান প্রকল্প। আসন্ন কিস্তিতে কৃষকদের জন্য ১৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি 🅘পিএম কিষানের ১২তম কিস্তি হতে চলেছে।
আরও পড়ুন: Paddy cultivation: বৃষ্টির অভাবে এ বছর ৩ লক্ষ হেক্টর জমিতে𓃲 আমন ধান চাষ সম্ভব হয়নি
আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহাꦜর করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মোডের মাধ্যমে যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।
এখনও পর্যন্ত, যোগ্য কৃষি পরিবারদের মোট ১১টি কিস্তির মাধ্যমে প্রধানমন্ত্রী কিষানের টাকা পাঠানো হয়েছে। মোট ২লক্ষ কোটি টাকারও বেশি আর্থিক সুবিধা পেয়েছেন কৃষকরা। এর মধ্যে ১.৬ লক্ষ কোটি টাকা কোভিড মহামারী চলাকালীন ট্রান্স🐬ফার করা হয়েছে।
পিএম কিষানের জন্য eKYC করা আবশ্যিক
শুধুমাত্র সেই কৃষকরাই এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন, যাঁরা গত ৩১ অগস্টের মধ্যে eKYC💦 সম্পন্ন করেছেন।
১৭ অক্টোবরের ইভেন্ট চলাকালীন এগ্রি স্টার্ট-আপ কনক্লেভ এবং প্রদর্শনীরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় রাসায়নিক ও সার 🐽মন্ত্রকের ৬০০টি পিএম কিষান সমৃদ্ধি কেন্দ্র (PM-KSK)-এর পতাকা উন্মোচন করবেন তিনি। সেই সঙ্গে ভারতের তৈরি ইউরিয়া ব্যাগের সূচনা করবেন।