প্রধানমন্ত্𒆙রী কৃষক সম্মান নিধির উপভোক্তাদের জন্য সুখবর। বাড়ানো হল ই-কেওয়াইসির সময়সীমা। তার ফলে যে কৃষ🌟করা এখনও ই-কেওয়াইসি করেননি, তাঁদের দ্বাদশ কিস্তির টাকা পাওয়ার পথ প্রশস্ত হল। যে কাজটা না করলে দ্বাদশ কিস্তির টাকা পাওয়া যাবে না।
আগেও ই-কেওয়াসির সময়সীমা বাড়ানো হয়েছিল। ই-কেওয়াসির জন্য মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সঙ্গে জানানো হয়েছিল, ৩১ মে'র মধ্যে ই-কেওয়াইসি না করলে দ্বাদশ কিস্তির টাকা মিলবে না। যেদিন শিমলা থেকে ১০ কোটির ব🐎েশি কৃষকের অ্যা꧙কাউন্টে ২,০০০ টাকা জমা পড়েছিল। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নতুন করে সময়সীমা বাড়িয়ে দেওয়া হল।
পিএম কিষানের ওয়েবꦦসাইটে বলা হয়েছে, ‘পিএম কিষানে নথিভুক্ত কৃষকদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক। পিএম কিষান পোর্টালে ওটিপি-নির্ভর ই-কেওয়াইসি করা যাচ্ছে বা বায়োমেট্রিক ভিত্তিক ই-কেওয়াইসি নিকটতম কমন সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।’ সেইসঙ্গে পিএম কিষানের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘🤪পিএম কিষানে নথিভুক্ত কৃষকদের ই-কেওয়াইসির সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই করা হচ্ছে।'
২) স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে 'eKYC'-তে ক্ল🐻িক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে নিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Se♕arch’-এর ক্লিক করুন।
৫) আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত💙 আছে, তা লিখে ফেলুন।
৬) সেই নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গাജয় লিখ💙ে ফেলুন।