ই-কেওয়✅াইসি করা হয়নি এখন? তারপরও পেতে পারেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির একাদশ কিস্তির ২,০০০ টাকা। এমনটাই জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে।
আরও পড়ুন: PM Kisan: পুဣরো টাকা ফিরিয়ে দিতে হবে, কোন 'কৃষকদের' কড়া নির্দেশ দিল কেন্দ্র?
‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে অনুযায়ী, আপাতত পিএম কিষানের পোর্টালে ই-কেওয়াইসির যে সুযোগ থাকে, আপাতত দেখা যাচ্ছে না। সেখান ‘Farmers Corner’-র অধীনে ꦉ'eKYC' থಌাকত। সেখান থেকেই অনলাইনে ই-কেওয়াইসি করতে পারতেন কৃষকরা। কিন্তু বর্তমানে ‘Farmers Corner’-র আওতায় একাধিক বিকল্প থাকলেও 'eKYC' নেই। তা থেকেই সংশ্লিষ্ট মহলের ধারণা, ই-কেওয়াইসি ছাড়াই একাদশ কিস্তির (চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত) ২,০০০ টাকা পাবেন কৃষকরা। তবে কবে টাকা পড়বে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
এম🧔নিতে প🔯িএম কিষানের আওতায় টাকা পাওয়ার জন্য প্রাথমিকভাবে ৩১ মার্চের মধ্যে কৃষকদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। পরবর্তীতে সেই সময়সীমা আরও দু'মাস বাড়ানো হয়েছে। তারইমধ্যে আবার পিএম কিষানের পোর্টালে আপাতত ই-কেওয়াইসির সুযোগ মিলছে না। সেই সুযোগ পাওয়া গেলে কীভাবে পিএম-কিষানের (PM-Kisan)ই-কেওয়াইসি করতে হয়, তা দেখে নিন -
২) স্ক𝓰্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে 'eKYဣC'-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে নিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। 🌌তারপর ‘Search’-এর ক্লিক করুন।
৫) আপনার আধার কার🀅্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আ๊ছে, তা লিখে ফেলুন।
♐ ৬) সেই নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিඣখে ফেলুন।
৭) ‘Submit’-এ ক্লিক করুন। ই-কেওয়াই📖সি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, কীভাবে দেখবেন?
১) প্রধানমন্ত্র🌸ী কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট -তে যেতে হয়।
২) ডানদিকের 'Farmers Corner'-এ 'Beneficiary Status' ট্যাবে ক্লিক করুন। ‘Aadhaar number’, ‘Account number’ বা ‘Mobile n🎃umber’ বেছে নিন। যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো আধ🧸ার কার্ডের নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন।