কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে কৃষকদের eKYC থাকা বাধ্যতামূলক। সম্প্রতি eKYC-র শেষ সময়সীমা বাড়িয়ে ৩১ অগস্ট করেছিল কেন্দ্রীয় সরকার। এর জন্য পিএম কিষাণ ওয়েবসাইটের গিয়ে সমস্ত সুবিধাভোগীদের জন্য eKYC পূরণ করতে হবে। তবে আগামী একদিনের মধ্যে যদি কোনও কৃষক এই কাজটি সম্পন্ন না করেন, তাহলে তিনি দ্বাদশ কিস্তির টাকা নাও পেতে পারেন। উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে, ছোট জমির কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা সাহায্য পেয়ে থাকেন। চার মাসের ব্যবধানে তিন কিস্তিতে দুই হাজার টাকা সরাসরি সুবিধাভোগী কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়।