হাতে পড়ে আছে মাত্র ছয়দিন। তারমধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবেই দ্বাদশ কিস্তির ২,০০০ টাকা🅘র পাবেন কৃষকরা। ই-কেওয়াইসি না করলে কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে না।
এমনিতে একাধিকবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (Pradhan Mantri Kisan Samman Nidhi) ই-কেওয়🎀াইসির স🌟ময়সীমা বেড়েছে। পিএম কিষানের পোর্টালে নোটিশে বলা হয়েছে, ‘পিএম কিষানের সব উপভোক্তাদের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে।’
আরও পড়ুন: PM Kisan: ৫১,০০০ ব্💝যক্তির থেকে ৩৯ কোটি টাকা ফিরিয়ে নেবে 🏅বিহার সরকার, ঝুলছে আইনি খাঁড়া
কীভাবে পিএম-কিষানের (PM-Kisan) পোর্টালের মাধ্যমে ই-কেওয়াইসি করতে হয়?
১) Pradhan Mantri Kisan Samman Nidhi (PMꦗ-KISAN) তথা প্রধানমন্ত্রী কি🔯ষান সম্মান নিধির (পিএম কিষান) অফিসিয়াস ওয়েবসাইট -তে যান।
২) স♏্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে 'eKYC'-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে নিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন।ღ
৫) আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল ন🐲ম্বর ��যুক্ত আছে, তা লিখে ফেলুন।
৬꧙) ✨সেই নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন।
২) ডানদিকের 'Farmers Corner'-এ 'Beneficiary Status' ট্যাবে ক্লিক করুন। ‘Aadha💯ar number’, ‘Account number’ বা ‘Mobile number’ বেছে নিন। যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে সেইমতো আধার কার্ডের নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর দিন।