বাংলায় একের পর এক নির্বাচনে গোহারা হলেও এখনও আশা ছাড়তে নারাজ তিনি। তাই বাংলার সাংসদদের নতুন করে আশ্বাসবাণী দিলেন তিনি। রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষের সাংসদদের নিয়ে বৈঠক করার সময় বাংলা দখলের আশ্বাসবাণী দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অফিসে এই বৈঠক হয়েছে। সেখানেই বাংলা দখলের স্বপ্ন দেখান প্রধানমন্ত্রী। যদিও একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত বাংলায় সবকটি নির্বাচনে হেরেছে বিজেপি। তারপর বাংলায় ক্ষমতায় আসার আশ্বাস দিলেন সাংসদদের।❀
এদিন উন্নত বাংলা, উন্নত ভারতের জন্য শীর্ষক একটা আলোচনা হয় প্রধানমন্ত্রী এবং সাংসদদের মধ্যে। সেখানেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর। আর বাংলায় এবার তারা পা রাখতে চলেছে বলেও সাংসদদের আশ্বস্ত করেন মোদী। সদ্য লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে। তার সঙ্গে সবকটি উপনির্বাচনে হেরেছে বিজেপি। লোকসভা নির্বাচনের সময় দুটি উপনির্বাচনে হারে বিজেপি। আর লোকসভা নির্বাচনের পরে ৬টি বিধানসভার উপনির্বাচনে পরাজিত হয় বিজেপি। সেখানে বাংলায় ক্ষমতায় আসার আশ্বাসবাণী নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যা নিয়ে জোর চর্চা শুরু🐽 হয়েছে।
আরও পড়ুন: মুরগির মাংসের দাম রেকর্ড কমল, চিকেনের মূ📖ল্যে ব্যাপক ধস নামায় খুশি আমজনতা
বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমেছে। কিছু জায়গায় ভোট তাদের বেড়েছে। এই বৃদ্ধিই নতুন করে আশ্বাসের কারণ বলে মনে করা হচ্ছে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দඣ্র মোদী সাংসদদের বলেন, ‘বাংলার মানুষ বিজেপিকে মেনে নিয়েছে🎃। এটাই সত্য। মানুষ আমাদের আশীর্বাদ করেছে। সেই দিন বেশি দূরে নেই যেদিন বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে।’ সাংসদদের প্রধানমন্ত্রী আরও জানান, বাংলার মানুষ বিশ্বাস করেছে বিজেপিকে যে, তারাই পারে উন্নয়ন, সমাজকল্যাণ এবং সমৃদ্ধি ঘটাতে। কিন্তু গোটা দেশেই এখন বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারেনি বিজেপি। সেটা অবশ্য বলেননি প্রধানমন্ত্রী।