স⛦দ্য তাঁর সংসদীয় ক্ষেত্রে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারণসীতে পা রেখে তিনি মিড মে মিল-এর সবচেয়ে বড় রান্নাঘর অক্ষয় পাত্রের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে তাঁর আলাপ হয় কিছু পড়ুয়ার সঙ্গে। আর পড়ুয়াদের প্রতিভায় মুগ্ধ হয়ে ওঠেন প্রধানমন্ত্রী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, পড়ুয়াদের মধ্যে প্রতিভা আর আত্মবিশ্বাস তিনি দেখতে পেয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, 'এই শিশুরা সরকারি স্কুলের পড়ুয়া , সাধারণ ঘর থেকে এসেছে।' প্রধানমন্ত্রী বলেন, শিশুর মধ্যে প্রতিভা থাকলে তাকে বাড়িতে আসা অতিথির সামনে দেখিয়ে কিছু পারফরম্যান্স করে দেখাতে বলা হয়। তবে এমন প্রতিভা যাতে আরও বিকশিত হয়, তার জন্য আসন্ন সময়ে এক নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠান আনা হচ্ছে, যেখানে প্রতিভাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী এদিনের সভা থেকে নয়া শিক্ষানীতির বিষয়েও আলোকপাত করেন। রাষ্ট্রপতি নির্বাচনে 🤪বিরোধীদের 'পাওয়ার♊' প্যাক প্রচারে শরদ ! স্ট্র্যাটেজি কী?
তবে সবের ম💮াঝখানেই পড়ুয়াদের প্রতিভায় মুগ্ধ প্রধানমন্ত্রী বলেন, যে পড়ুয়াদের সঙ্গে তিনি দেখা করেছেন তাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও পরের বার দেখা করতে চান তিনি। প্রশ্ন উঠতেই পারে যে প্রধানমন্ত্রীর সামনে এই শিশুরা কী কী পারফরম্যান্স পেশ করেছে তা নিয়ে । উল্লেখ্য, এই সমারোহে কোনও শিশু ঢোল বাজিয়েছে তো কেউ শ্লোক বলেছে। আর তাতেই মুগ্ধ হন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বারাণসীর ২০ জন শিশু এদিন মোদীর সঙ্গে দেখা করে।