‘নরম মাটিতে আঁচড়াতে আমার ভালো লাগে না। কঠিন জায়গায় ভালো লাগে।’ জাপানের রাজধানী টোকিয়োয় দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন প্রধান☂মন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার টোকিয়োয় ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ𝐆ে মোদী বলেন, 'আমি যেভাবে বড় হয়েছি, যে সংস্কার পেয়েছি, যাঁরা আমায় অনুপ্রাণিত করেছেন, তাঁদের কারণে একটা স্বভাব গড়ে উঠেছে। সেটা হল - আমি নরম মাটিতে আঁচড়াতে ভালোবাসি না। কঠিন জায়গায় আঁচড়াতে আমার ভালো লাগে।' মোদীর সেই ভাষণের পরই তুমুল হাততালি দেওয়া হয়। প্রায় ১০-১২ সেকেন্ড ধরে সেই হাততালি-পর্ব চলে।
আরও পড়ুন: কোয়াডের পাশাপাশি নজরে বাণিজ্য, জ♊াপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মোদীর
টোকিয়োয় কী কী বললেন মোদী?
১) মোদী জানান, সবকিছু ছাপিয়ে ভারত এবং জাপান বন্ধু দেশ। ভারতে পরিকাঠামো গড়ে তোলা🐼র যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাপান। উদাহরণ হিসেবে মুম্বই-আমদাবাদ হাইস্পি👍ড রেল, দিল্লি-মুম্বই শিল্প করিডর, ডেডিকেটেড ফ্রেট করিডরের উল্লেখ করেন মোদী।
২) মোদী: গৌতম বুদ্ধ যে পথ দেখিয়েছিল𝔉েন, সেই পথে বিশ্বকে চলতে হবে। শুধুমাত্র সেই পথে হেঁটেছে হিংসা, সন্ত্রাস, জলবায়ু পরিবর্তন এবং নৈরাজ্যের মতো বিষয়ের থেকে মানবতাকে রক্ষা করা যাবে।
৩) মোদী: স্বামী বিবেকানন্𓆏দ একবার বলেছিলেন যে প্রত্যেক ভারতীয়ের অন্তত একবার জাপানে আসা উচিত। আজ আমি বলব যে জীবনে অন্তত একবার𝐆 জাপানের প্রত্যেক ব্যক্তির ভারতে আসা উচিত।
৪) মোদী: মোদী: আমি যখনই জাপানে আসি, আপনাদের ভালোবাসা পাই। আপনাদের অনেকে দীর্ঘদিন ধরে জাপানে আছেন। জাপানের সংস্কৃতির সঙ্গে🐎 মিশে গিয়েছেন।