২০২২ বিধানসভা নির্বাচন ঘিরে রীতিমতো তপ্ত উত্তরাখণ্ড। পাহাড় ঘেরা এই রাজ্যে টানা দুই দিনের প্রচার পর্বের সফরে রয়েছেন বিজেপির অন্যতম হেভিওয়েট তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডের আলমোরাতে এদিন একটি প্রচার মঞ্চ থেকে ফের একবার স🐼্বভাবসিদ্ধ মেজাজে কংগ্রেসকে নিশানায় রেখে তোপ দাগেন নরেন্দ্র মোদী।
এদিনের সভায় নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেসের একটাই নীতি রয়েছে , আগে ভাগ করে নাও, আর তারপর শাসন করো। প্রসঙ্গত, মোদীর আলমোরার জনসভায় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ছিলেন রাজ্যে পার্টি প্রেসিডেন্ট মদন কৌশিক, মন্ত্রী রেখা আর্য ও বিজেপি হেভিওয়েট অজয় তামতা সহ অনেকে। সেই জনসভার মঞ্চ থেকে নরেন্দ্র মোদী কটাক্ষবাণে আক্রমণ শানান কংগ্রেসের দিকে। তিনি বলেন, 'কংগ্রেসের কথা সকলে জানেন। তাদের ফর্মুলা হচ্ছে , সবমে ডালো ফুট, মিলকর করো লুঠ (সব কিছুকে ভাগ করো আর সবাই মিলে লুঠ করো)। তারা শুধু এটা উত্তরাখণ্ডে করেননি, বরং সারা দেশ করেছেন। তারা ভাগ করেছে ধর্ম, জাতি, ভাষার নিরিখে, রাজ্যগুলিকে একে অপরের বিরুদ্ধে লড়াই করিয়ে দিয়েছে। এটাই নয়, রাজ্যের মধ্যে থেকে তারা এলাকা জমি ভাগ করে দিয়েছে।' এই প্রেক্ষিতেই উত্তরাখণ্ডে বিজেপি শেষ ৫ বছরে কী কী উন্নয়ন করেছে, তার বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'গত পাঁচ বছরে উত্তরাখণ্ডে বিজেপির র♏াজত্বে তাৎপর্যপূর্ণ উন্নয়ন হয়েছে। কারণ উন্নয় তখনই হয়, যখন কাজ সম্পন্ন করা হয় কো𒊎নও বিভেদ ছাড়া, যা করে থাকে বিজেপি।'
এদিকে, কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়া করে মোদী বলেন, 'এখানে কংগ্রেস পার্টি মানুষকে ভাগ করেছে সমতল বনাম পাহাড়ে, গারওয়াল বনাম কুমায়ুনে। তবে আমাদের ডবল ইঞ্জিনের সরকার কোনও ভেদাভেদ না দেখেই ডবল উন্নয়ন কꦗরেছে কুমায়ুন ও গারওয়াল এলাকায়। আমাদের জন্য গোটা রাজ্যটিই দেবভূমি।' মোদী বলেন, উত্তরাখণ্ডের মসনদ যখন কংগ্রেস ছেড়েছিল তখন সাধারণ মানুষের উন্নয়নের জন্য কিছু রেখে যায়নি তারা। মোদী কটাক্ষের সুরে বলেন, 'ওদের (কংগ্রেসের) বহু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, সাংসদ রয়েছেন, ৫০-৬০ বছর ধর💙ে বর্ষীয়ান নেতারা রয়েছেন, তবে কাউকে দেখা যাচ্ছে না। শুধু দুই ভাই বোন আসছেন। কারণ তাঁরা নিজেদের পরিবারকে বাঁচাতে চান।'