ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম অ্যাম্বাসাডর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়ে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন তিনি। এবার এক ক্রিয়েটরের গ্রাফিক্স ভিডিয়ো শেয়ার করলেন তিনি꧑। সেখানে সময়ের সঙ্গে ইউপিএ🐻 ও ডিজিটাল পেমেন্টের বৃদ্ধি ব্যাখ্যা করা হয়েছে। কত দ্রুত হারে লেনদেনের প্রবণতা বেড়েছে, সেটাই শেয়ার করা হয়েছে ভিডিয়োটিতে।
'India in Pixels' বেশ জনপ্রিয় টুইটার হ্যান্ডেল। সেখানে সহজ গ্রাফিক্স, চার্টের মাধ্যমে ভারতের বিভিন্ন পরিসংখ্যান ব্যাখ্যা করা হয়। খটমট সংখ্যাতত্ত্বকেও সহজ গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরে এই পেজটি। ইউটিউবেও তুমুল জনপ্রিয় এই চ্যানেলটি। এবার সেই জনপ্রিয়তাই আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী টুইট করেছেন, 'আমি প্রায়শই UPI এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কে আলোচনা করি। কিন্তু যেভাবে আপনি ডেট🐼া সনিফিকেশনের মাধ্যমে অর্থ লেনদেনের বৃদ্ধি কার্যকরভাবে বুঝিয়েছেন, তা খুবই আকর্ষণীয়, চিত্তাকর্ষক এবং স্পষ্টতই তথ্যপূর্ণ!