ভোটের আগে বিহারবাসীকে বিনামূল্যে করোনাভাইরাস টিকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল তাঁর দল। এখন আবার করোনার টিকা নিয়ে যাঁরা রাজনীতি করছেন, তাঁদের সমালোচনা করলেন প♒্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানিয়েছেন বিষয়টির সঙ্গে অবহিত এক ব্যক্তি।
করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য মঙ্গলবার আট মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মোদী। সেখানে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্র💎ের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের ম𒉰ুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) তথা কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পাল-সহ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরাও ছিলেন।
বৈঠকে উপস্থিত এক ব্যক্তি জানান, মোদী বলেছেন যে করোনার টিকা নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন। তাঁদের যেন কোনও কিছুই আটকাতে পারবে না। ওই ব্যক্তি বলেন, ‘এটা এমনি একটা মন্তব্য করা হয়েছে। কারণ বৈঠকে সহযোগিতার বার্তা দেওয়😼া হচ্ছিল, সেখানে টানাপোড়েনের বিষয় ছিল না।’
তবে কার উদ্দেশে মোদী সে কথা বলেছেন, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অ📖নেকের মতে, নাম না করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বিঁধেছেন মোদী। যিনি বৈঠকের আগেরদিনই করোনা টিকার 🐻বণ্টনের প্রস্তুতি নিয়ে এবং ভারতে সেই টিকা কবে মিলবে, তা নিয়ে একাধিক প্রশ্ন করেছিলেন।
তবে একটি অংশের মতে, মমতাকে꧟ও ইঙ্গিত করতে পারেন মোদী। কারণ সোমবার বাঁকুড়া🌼র খাতড়া থেকে মমতা অভিযোগ করেছিলেন, বিনামূল্যে কোভিডের চিকিৎসাও করতে দেওয়া হচ্ছে না। পরিবর্তে আধিকারিকদের ‘চমকায়। বাংলার বদনাম করে।’ একইসঙ্গে মোদী সরকারকে উদ্দেশ করে বলেন, 'একটা কোভিড কেসে আমরা যদি দেড়-দু'লাখ টাকা খরচ করতে পারি, আমরা ইঞ্জেকশনও (টিকা) দিতে পারি।'