দিল্লির বুকে নেতাজির ম🐟ূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'সেন্ট্রাল ভিস্তা' একাংশের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব ছিলই। তারই মাঝে নরেন্দ্র মোদী এদিন সন্ধ্যেয়ে উদ্বোধন করেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি। একই সঙ্গে তিনি, দিল্লির 'রাজপথ' যার 🎀নতুন নাম ‘কর্তব্য পথ’ রাখা হয়েছে তারও উদ্বোধন করেন।
দিল্লিতে এদিন রাজকীয় সমারোহে সন্ধ্যায় আকাশ জোড়া আলোর মাঝে এই মূর্তি উন্মোচন সমারোহ আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেন, ‘ স্বাধীনতার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশের রূপান্তরমূলক প্রকল্প করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এমনই একটি প্রজেক্ট এটি যা আগের কোনও সরকার কল্পনাও করতে পারেনি। ’ এদিকে, এই সমারোহে এদিন ২৮ ফুট উঁচু নেতাজির মূর্তি উন্মোচিত হয়। ইন্ডিয়া গেটে এই উন্মোচন সমারোহের সময় পুষ্প স্তবক দিয়ে নরেন্দ্র মোদী নেতাজির প্রতি শ্রদ্ধা জানান। ইউক্রেন ফেরত মেডিক🍃্য💦াল পড়ুয়ারা কি দেশেই বাকি পঠনপাঠন করতে পারবেন?