স্বাধীনতার ৭৫তম বার্ষীকিতে নতুন ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী। এদিন লাল কেল্লা থেকে ভাষণে নরেন্দ্র মোদী কার্বন নিঃসরণের মান শূন্য করার এবং ন্যাশনাল হাইড্রোজেন মিশন শুরুর ঘোষণা করলেন। এদিন মোদ👍ী ঘোষণা করেন, '২০৩০ সালের মধ্যে ভারতীয় রেলওয়ের ১০০ শতাংশ বৈদ্যুতিকরণের কাজ চলছে। এতে কার্বন নিঃসরণের মান শূন্য হবে। প্যারিস ক্লাইমেট প্যাক্টে ভারতই একমাত্র স্বাক্ষর করেছে। সেই লক্ষ্যে পৌঁছাতে আজ তেরঙ্গার সামনে আমি ন্যাশনাল হাইড্রোজেন মিশনের কথা ঘোষণা করছি।
এদিন প্ไরধানমন্ত্রী বলেন, 'শতবর্ষের 🧔অমৃত মুহূর্ত আসতে এখনও ২৫ বছর বাকি। কিন্তু আমরা ততদিন থেমে থাকব না। ১০০তম বছরের স্বাধীনতা দিবস উদযাপনের সময় একটা নতুন ভারত তৈরি হবে, তা বদলানোর কাজ এখন থেকে শুরু করব। সবার সঙ্গে, সবার বিকাশ আর প্রত্যেকের চেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছাব।'
এদিকে সার্বিক ভাবে সমগ্র দেশবাসীর উন্নয়নে🥀র বার্তা দিতে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের আরও সম্পৃক্ত হতে হবে এখন থেকে। ১০০ শতাংশ গ্রামে রাস্তা থাকবে, ১০০ শতাংশ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, ১০০ শতাংশ সুবিধাভ🌌োগী মানুষের কাছে আয়ুষ্মান ভারত কার্ড থাকবে, উজ্জ্বলা প্রকল্পের অধীনে ১০০ শতাংশ যোগ্য উপভোক্তা গ্যাসের সংযোগ পাবেন। এমন দেশ গড়তে হবে আমাদের।'
কৃষকদের প্রতি বার্তা দিতে মোদী এদিন বলেন, 'ক্ষুদ্র চাষিরা দেশের গর্ব, আমাদের স্বপ্নও। দেশের ৮০ শতাংশেরও বেশি কৃষকের কাছে ২ হেক্টরেরও কম পরিমাণ জম𒉰ি রয়েছে। এর আগে দেশে এই ধরনের চাষিদের জন্য কোনও নীতি প্রণয়ন করা হয়নি। এবার ক্ষুদ্র চাষিদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।'