সেনা কর্তার বোনের শরীর খারাপ নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নর্দার্ন কমান্ডের প্রাক্তন প্র💝ধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডার (অবসরপ্রাপ্ত) সঙ্গে যোগাযোগ করে তাঁর বোনের খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন সেনা আধিকারিকের বোন স্তন ক্যানসারের জটিল রোগে ভুগছেন। সেই রোগ নিরাময়ের জন্য একটি নতুন ওষুধ বেরিয়েছে বিশ্বে। তবে সেই ওষুধ ভারতে এখনও অনুমোদন পায়নি। সেই ওষুধটিকে অনুমোদন দেওয়ার আবেদন জানিয়েই প্রধানমন্ত্রীকে ট্যাগ করে একটি টুইট করেছিলেন জেনারেল হুডা। তার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী স্বয়ং ফোন করেন তাঁকে।
প্রধানমন্ত্রীর দফতর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগ করে নিজের ৬৮ বছর বয়সী বোনের জন্য আবেদন জানান জেনারেল হুডা। টু♕ইট পোস্টে তিনি লেথেন, ‘নিজের তাগিদেই আমি এই টুইট করছি, তা আমি প্♉রথমেই স্বীকার করছি। আমার বোন সুষ্মা হুডা দীর্ঘ কয়েক বছর ধরে স্তন ক্যান্সারে ভুগছেন। নতুন এক আশআর কিরণ অবশ্য দেখা গিয়েছে। যদি সেই ওষিধকে তাড়াতাড়ি অনুমোদন দেওয়া হয় তাহলে সুষ্মার মতো আরও অনেক রোগী সুস্থ হয়ে উঠতে পারেন।’
জানা গিয়েছে এইꩲ টুইটের প্রেক্ষিতেই জেনারেল হুডাকে ফোন করেন প্রধানমন্ত্রী। সেই ফোনালাপের কথা জানিয়ে জেনারেল হুডা নিজেই টুইট করেন। লেখেন, ‘প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন পেয়েছি এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। তিনি আমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ফোন পেয়𝓡ে সত্যিই সম্মানিত আমি। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে কথা দিয়েছেন। একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপেও আমি গর্বিত। জয় হিন্দ।’