রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার স্টেট এজেন্সি TASS বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।প্রসঙ্গত এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। সমরখান্দে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের আয়োজিত কর্মসূচিতে এই আলোচনা হয়েছিল বলে খবর।তবে সূত্রের খবর, সমরখন্দে আলোচনার পরিপ্রেক্ষিতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে এদিন দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে। শক্তি সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা নিয়ে দুপক্ষের মধ্য়ে আলোচনা হয়েছে বলে খবর।এদিকে পিএমওর তরফে এনিয়ে ব্রিফ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, আসন্ন জি-২০ মিটিং নিয়ে দুপক্ষের মধ্য়ে আলোচনা হয়েছে। এই মিটিংয়ের মূল বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের আয়োজিত মিটিংয়ের পরবর্তী ক্ষেত্রে দুদেশের নানা বিষয়গুলি নিয়েও আলোচনা হয়। তবে তাঁরা নিয়মিত পরস্পরের মধ্য়ে যোগাযোগ রাখবেন বলে রাজি হয়েছেন।এদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব জুড়ে চর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও জানিয়েছিলেন আলোচনার মাধ্য়মেই সমস্যা মেটানো সম্ভব।অন্য়দিকে ক্রেমলিনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, দ্বন্দ্ব সংক্রান্ত ব্যাপারে পুতিন তাঁর মূল্যায়ন মোদীকে জানিয়েছেন। পরস্পরের মধ্যে উচ্চ পর্যায়ের সহযোগিতা রক্ষার ব্যাপারে আলোচনা হয়েছে। বিনিয়োগ, শক্তিসম্পদ, কৃষি, পরিবহন সহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।