মঙ্গলবার আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহলান মোদী কর্মসূচিতে তিনি প্রবাসী ভারতীয়দের প্রতি বিশেষ আহ্বান জানান। জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অন্তত হাজারের বেশি ভারতীয় অপেক্ষা করছিলেন মোদীর জন্য। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্য়ে যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে স♕েকথাই তুলে ধরেন তিনি। দুদেশের মধ্যে যে দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেকথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী।
মূল যে সমস্ত বক্তব্য🅰গুলি মোদী উল্লেখ করেছেন সেগুলি দেখা যাক একনজরে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে বিষয়টি জানাဣ গিয়েছে।
মোদী বলেন, আজ আবু ধাবিতে ইতিহাস তৈরি হল। সংযুক্ত আরব আমিরশাহি ও ভারতের বিভিন্ন এলাকা༒ থেকে এখানে অনেকেই এসেছেন। আমাদের পটভূমি যাই হোক, আমাদের হৃদয় একই বিষয়ে উদ্বেলিত,🍎 লং লিভ ইন্ডিয়া- সংযুক্ত আরব আমিরশাহি বন্ধুত্ব।
সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ൩ সিভিলিয়ান সম্মান, অর্ডার অফ জায়েদ পেয়েছি। আমি ভাগ্যবান। এটা শুধু আমার নয়, 🤡সমস্ত ভারতবাসীর।
২০১৫ সালে আপনাদের সকলের পক্ষ থেকে যখন মন্দির তৈরির ব্যাপারে বলেছিলাম, তখন শেখ মহম্মদ বিন জায়েদ ব্যাপারটি মেনে নেন। এবার সেই মন্দিরের উদ্🎐বোধনের সময় এসেছে।
একে অপরের উন্নয়নের শরিক আমরা।
১.৫ লাখ ভারতীয় পড়ুয়া সংযুক্ত আরব আমিরশাহিরস স্কুলে ভর্তি হয়েছে।দুবাইতে সিবিএসই অফিস খোলা হবে।💧
দুই দেশের মধ্🌞যে পারস্পরিক উন্নতি হাতে হাতে মিলিয়ে হচ্ছে।
ভারতকে এ🍷খন বিশ্ববন্ধু বলে ডাকা হয়। বিশ্বের আলোচনা সভায় ভারতের বক্তব্যকে এখন গুরুত্ব দেওয়া হয়।
সেই♛ সঙ্গেই মোদী কি গ্যারান্টির ক꧙থাও তুলে ধরেন তিনি।
২০৪৭ সালের দিকে লক্ষ্য রেখে ভারত কীভাবে এগিয়ে চলেছে সেকথাও তুলে ধরেন তিনি। অর্থনীতির দিক থেকে বির⛎াট উন্নতির দিকে এগোচ্ছে ভারত, একথাও উল্লেখ করা হয়।
অন্যদিকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি মঙ্গলবার অন্তত আটটি ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে। তার মধ্য়ে উল্লেখযোগ্য হল বিনিয়োগ, বিদ্যুৎ সংক্রান্ত বাণিজ্য, ডিজিটাল পে꧟মেন্ট প্লাটফর্ম সংক্রান্ত ব্যাপারে এই চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও 🤡ইউএই প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নতুন কিছু চুক্তির বিষয় নিয়ে পারস্পরিক আলোচনা করেছেন।
বৈঠকে মোদী সংযুক্ত আরব আমিরশাহির নেতাকে নিজের 'ভাই' বলে উল্লেখ করেন এবং বলেন, তার মনে হচ্🦹ছে তিনি নিজের বাড়িতে এসেছেন এবং যখনই তিনি আমীরশাহী সফরে যান তখনই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। গত সাত মাসে দুই নেতা পাঁচবার সাক্ষাৎ করেছেন এবং এটি সংযুক্ত আরব আমিরাতে মোদির সপ্তম সফর।
ভারতের সঙ্গে মহম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠতা এবং সংযুক্ত আরব আমিরশাহীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেন, আবু ধাবিতে বিএপ🐭িএস মন্দির নির্মাণের মধ্যে এটি প্রতিফলিত হয়েছে, যা বুধবার মোদী উদ্বোধন করতে চলেছেন। হিন্দিতে তিনি বলেন, 'আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হত না।