একই বিমানে তিন প্রজন্ম। ঠাকুমার সঙ্গে নাতি। এদিকে ককপিটে বাবা। স্পাইসজেটের বিমানচালক মোহিত তেওতিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। কবিতার ধাঁচে যাত্রীদের সম্বোধন করেন তিনি। এবার আরও একটি অভিনব ঘোষণার মাধ্যমে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে এবার আর শুধুমাত্র কবিতাই নয়। তাঁর এই উড়ানে ছিলেন দুই বিশেষ যাত্রী। পাইলট মোহিত তেওতিয়ার মা এবং এক বছরের ছোট্ট ছেলে ছিল যাত্রীর আসনে। আরও পড়ুন: ভিড🗹িয়ো-আপনার চাকর নই! দুর্ব্যবহার করা যাত্রীকে সপাটে উত্তর বꦅিমানসেবিকার
নিজের এই অভিজ্ঞতা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন মোহিত। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনি তাঁর সুপরিচিত ঢঙে, কবিতার ছন্দে প্রাক-উড়ান ঘোষণা করছেন। প্রথমে বেশ কাব্যের ভঙ্গিতে বলেন, মাটি ছেড়ে অনেক উঁচুতে এই আকাশ যেন আরও বেশি সুন্দর। আর মনে রাখবেন, জরুরি পরিস্থিতিতে আপনার স্ত্রীরও খেয়াল রাখতে ভুলবেন না। কারণ যদি আপনার মনোযোগ এক মুহূর্তে🌞র জন্যও নষ্ট হয়, তাহলেই তিনি কিন্তু আপনার উপর রেগে যেতে পারেন।🍨 (জমীন সে উপর খুবসুরাত হোগা আসমান। ইসকে ইলাবা, কিসি ভি আপতকালিন স্থিতি মে রাখে আপনে নিজি বিবিকা ধ্যান। কিয়ুন কি আগর নজর ভটকি তো চল শক্তি হ্যা তিরে কামান।) এরপর যাত্রীদের উড়ান উপভোগ করার আহ্বান জানান তিনি। তাঁর এই মজার ছলে ঘোষণায় হেসে ওঠেন যাত্রীরা। তবে এখানেই শেষ নয়। এরপর তিনি আরও একটি মজার ঘোষণা করেন।
তিনি জানান, আজ এই উড়ানে তাঁর সঙ্গে দুই বিশেষ যাত্রী রয়েছে। এদের মধ্যে একজন একসময়ে তাঁর ডাইপার বদলেছেন। 'তিনি আমার মা,' হাসতে হাসতে বললেন মোহিত। এরপর বললেন, 'আরও এক যাত্রী রয়েছে, যার ✅কিনা আমি আজকাল ডাইপার বদলাচ্ছি। আমার এক বছরের ছেলে।' অর্থাত্, নিজের মা ও ছোট্ট ছেলেকেই যাত্রী হিসাবে পেয়েছেন মোহিত। তাঁর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই হাততালꩵিতে ফেটে পড়ে কেবিন। সব যাত্রীরাই মোহিতকে অভিবাদন জানান।
দেখুন সেই ভিডিয়ো:
ভিডিয়োর টেক্সটে লেখা, 'একই উড়ানে ৩ প্রজন্ম!'
মোহিত তেওটিয়ার ইনস্টাগ্রামের ইউজার নেম 'পোয়েটিক পাইলট'। তাঁর মজাদার ঘোষণার ভঙ্গির কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় বিমানচালকের পেশায় নিযুক্ত এই কবি। আরও পড়ুন: Video: হোটে♌লে ল্যাপটপ হারিয়ে তাণ্ডব চিনার! Audi গাড়ি নিয়ে ভাঙলেন জিনিসপত্র
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক