সুরাট আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। আসলে তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি বিমানের শৌচাগারে বিড়ি খেয়েছিলেন।সুরাট কলকাতা ইন্ডিগোর ফ্লাইট। টেক অফের আগে বিমানটি পরীক্ষা করা হচ্ছিল। তখনই বিষয়টি ধরা পড়ে। ধৃতের নাম অশোক বিশ্বাস। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়।ইন্ডিগোর সিকিউরিটি অফিসার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ইন্ডিগোর ৬ই-৭৮৪ সুরাট জয়পুর কলকাতা ফ্লাইট। বৃহস্পতিবার বিকাল ৪টে বেজে ৩৫ মিনিটে সেই বিমানের সময় ছিল। যাত্রীরা বিমানে ওঠার পরে কিছু ইস্যুর জন্য় প্লেনটি এয়ারসাইডে নিয়ে আসা হয়। সেখানে কিছু পরীক্ষা করা হয়।প্রায় সাড়ে ৫টা নাগাদ ফ্লাইট অ্যাটেনড্যান্ট বুঝতে পারেন টয়লেটে বিড়ির গন্ধ বের হচ্ছে। এরপর সিকিউরিটি স্টাফকে খবর দেওয়া হয়। এরপর দেখা যায় সিট নম্বর ১৫এ তে যিনি বসে রয়েছেন তিনি টয়লেটের ভেতর ধূমপান করেছিলেন। এরপর টয়লেটে বিড়ির টুকরো ও দেশলাই মেলে।এরপর পুলিশ ওই যাত্রীকে আটক করে। ওই ব্যক্তির বাড়ি পশ্চিমবঙ্গে। ১৫ বছর ধরে তিনি নবসারিতে থাকেন। নদিয়ায় একটি অনুষ্ঠানে আসছিলেন। নবসারিতে একটি মেডিক্যাল স্টোরে কাজ করেন তিনি। ব্যাগের মধ্য়ে জামাকাপড়ের আড়ালে তিনি বিড়ি আর দেশলাই রেখেছিলেন।