পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গুজরাটের ভারুচ জেলা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম প্রবীণ মিশ্র। ভারতের সশস্ত্র বাহিনী এবং ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সম্পর্কে অত্যন্ত গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থার এক এজেন্টকে ওই যুবক সরবরাহ করে আসছিল বলে জ𝔍ানতে পেরেছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রবীণ মিশ্র হানি ট্র্যাপের শিকার।
আরও পড়ুন: মায়ের ফোন থেকে তরুণকে হানি ট্র্যাপ নাবালি𒁏কার, ঘটনা শুনে অবাক হাইকোর্ট
গুজরাটের সিআইডি জানিয়েছে, প্রথমে উধমপুরের মিলিটারি ইন্টেলিজেন্সের কাছ থেকে তথ্য পেয়ে তারা তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির তথ্য পান গোয়েন্দারা। জানা গিয়েছে, ধৃত যুবক ভারুচ জেলায় থাকেন। তবে তিনি বিহারের মুজাফফরপুরের বাসিন্দা। হোয়াটসঅ্যাপ কল এবং ভয়েস মেসেজের মাধ্যমে পাক গোয়েন্দা সꦿংস্থার ওই এজেন্টের সঙ্গে যোগাযোগ করতেন ওই যুবক।
দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য একাধিক তথ্য ওই এজেন্টের কাছে জানিয়ে আসছিলেন তিনি। তবে শেষমেষ তাকে গ্রেফতার করে ফেলেন গোয়েন্দারা। জানা গিয়েছে, ওই পাক এজেন্ট পাকিস্তানি ভারতের হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার ♕করছে এবং ফেসবুকে তার একটি ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে ‘সোনাল গর্গ’ নামে। অর্থাৎ মহিলা পরিচয়ে প্রবীণের সঙ্গে আ𓄧লাপ জমিয়েছিল ওই পাক এজেন্ট। তারপরেই হানি ট্র্যাপের জালে জড়িয়ে প্রবীণের কাছ থেকে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আসছিল।