গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটিতে ফাটল দেখা গিয়েছে। যেকোনও সময় ভেঙে পড়তে পারে। এমনই একটি খবর সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছিলেন এক ব্যক্তি। তারপরেই নড়েচড়ে বসল গুজরাট পুলিশ। অজ্ঞাত✱ পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ম🎉ামলা দায়ের করেছে। একইসঙ্গে পুলিশের তরফে দাবি করা হয়েছে, এটি ভুয়ো পোস্ট।
আরও পড়ুন: OLX-এ স্𒀰ট্যাচু অফ ইউনিটি বিক্রির বিজ্ঞাপন, মামলা দায়ের পুলিশের
স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নর্মদা জেলার কেভাদিয💦়াতে নির্মিত ১৮২ মিটার লম্বা এই মূর্তিটি হল সেখানকার অন্যতম পর্যটকদের আকর্ষণের জায়গা। তবে সেই মূর্তিতে ফাটল ধরার বিষয়ে সমাজ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে। সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত ৮ সেপ্টেম্বর সকাল ৯.৫২ টায় ‘RaGa4India’ এক্স হ্যান্ডেলে হিন্দি♑তে লেখা একটি পোস্টে বলা হয়েছে, ‘মূর্তিটি যেকোনও সময় পড়ে যেতে পারে। কারণ এতে ফাটল দেখা দিতে শুরু করেছে।’
প෴রে অভিযোগ পেয়েই পুলিশ খতিয়ে দেখে জানতে পারে, যে ছবি পোস্ট করা হয়েছিল সেটি খুবই পুরনো। যখন মূর্তি নির্মাণ করা হচ্ছিল এটি সেই সময়কার ছবি। এদিকে, এরপরেই ওই ব্যক্তি নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্টটি মুছে দেন। তব𒈔ে এমন পোস্ট করার ফলে যেমন ভাবমূর্তি নষ্ট হয়েছে তেমনি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
এই ঘটনা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)𓂃 এর ৩৫৩ (১) ধারার অধীনে এ🔥কটি মামলা নথিভুক্ত করেছে। ভয় বা আতঙ্ক সৃষ্টি করার জন্য কোনও বিবৃতি, মিথ্যা তথ্য, গুজব বা প্রতিবেদন ইত্যাদি তৈরি করা, প্রকাশ করা বা প্রচার করা করার অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে।
স্ট্যাচু অফ ইউনিটি এরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ট্যুরিজম গভর্ন্যান্স অথরিটির ইউনিট-১ এর ডেপুটি কালেক্টর অভিষেক রঞ্জন সিনহার অভিযোগের ভিত্তিতে এফআইআরটি নথিভুক্ত করা হয়েছে।এফআইআর-এ বলা হয়েছে, ‘এই ধরনের মিথ্যা খবর ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করার এবং শান্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তিটির উদ্বোধন করেছিলেন। তারপর থে🎃কেই এটি পর্যটকদের অন্যতম দর্শনস্থলে পরিণত হয়েছে।