এবার ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস মন্তব্য করলেন যৌন জীবন সম্পর্কে। বরাবরই ফ্রান্সিস তার উদারপন্থা, খোলামেলা স্বভাবের জন্যই খ্যাত। তিনি জানিয়েছেন, যৌন সুখ ঈশ্বরের প্রদত্ত একটি উপহার। এটি কখনওই অবহেলা করা উচিত নয়। কিন্তু, পর্নোগ্রাফি বা ব্লু ফিল্ম সম্পর্কে সতর্ক থাকতে সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন। 'মানব জীবনে ঈশ্বরের অপূর্ব দান হল যৌনতা।' এর আগেও তিনি বহুবার একথা বলেছেন। এবারও ফের একই কথা বললেন তিনি। তবে সতর্ক করলেন পর্নোগ্রাফি নিয়ে।পোপ ফ্যান্সিসের মতে, পর্নোগ্রাফি সম্পর্ক ছাড়াই তৃপ্তি দেয়, যা ক্রমাগত একটা আসক্তির বিষয় হয়ে দাঁড়ায়। পোপের কথায়, 'ভালোবাসাকে আমাদের রক্ষা করতেই হবে। লালসার বিরুদ্ধে যুদ্ধে জিততে জীবনভর চেষ্টা করে যেতে হয়। লালসা লুণ্ঠন করে, তাড়াহুড়ো করে খায়, অন্যের কথা শুনতে চায় না। বিয়েকে ক্লান্তিকর বলে বিচার করে।' ফ্রান্সিস এর আগেও বহুবার মানুষের জীবনের সম্পর্ক, যৌনতা ইত্যাদি বিষয়ে নানান মন্তব্য করেছেন। সম্প্রতি সমকামী যুগলকে আশীর্বাদ করার অনুমতি দেন যাজকদের। প্রসঙ্গত ভার্টিকানের পোপ মানুষের যৌন সম্পর্ক, জীবন নিয়েই মতামত দেন তা নয়, বিশ্বজুড়ে ঘটমান বিভিন্ন বিষয়ও স্পর্শ করে তাকে। সাম্প্রতিক সময়ে ২৫ ডিসেম্বর ক্রিসমাসের সময় যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য মন কেমন করে উঠেছিল তার।যুদ্ধের মাঝেই পোপের বড়দিন বার্তায় উঠে আসে 'বেথলেহেম'। তিনি বলেন, 'আজ আমাদের হৃদয় রয়েছে বেথলেহেমে।' তবে সারোগেসি নিয়ে ভিন্নরূপ মন্তব্য করেন তিনি। 'শিশুরা হল উপহার, যা কখনওই ব্যবসায়িক চুক্তি হতে পারে না।' এই বক্তৃতার মাধ্যমে সারোগেসি পদ্ধতিটিকে বিশ্বজুড়ে নিষিদ্ধ করার ডাকও দিয়েছিলেন তিনি। ক্যাথলিক গির্জা দীর্ঘ দিন ধরেই সারোগেসির পাশাপাশি ‘আইভিএফ’ পদ্ধতির মাধ্যমে গর্ভধারণেরও বিরোধিতা করে আসছে। বিভিন্ন সময়ে তার বক্তব্যের জন্য আলোচনার শিরোনামে যেমন এসেছেন, তেমনই বিতর্কও কম হয়নি পোপ ফ্যান্সিসকে নিয়ে। যৌন জীবন ও পর্নোগ্রাফি সংক্রান্ত সাম্প্রতিকতম মন্তব্যের পর কী প্রতিক্রিয়া মেলে, সেটাই এখন দেখার।