Post Offic🌠e Scheme: এখনকার দিনে সবাই ভবিষ্যত নিয়ে চিন্তা করেন। সেই কারণেই অনেকেই ব্যাঙ্ক বা অন্য কোনও স্কিম ছাড়াও বিনিয়োগের জন্য অন্য মাধ্যম খ♐োঁজেন। ভবিষ্যতের জন্য তাঁরা অর্থ সঞ্চয় করতে চান। আপনিও এমন কোনও স্কিমের খোঁজে আছেন?
বেতনভোগী কর্মীদের অনেকেই পোস্ট অফিস PPF-কে বিনিয়োগ এবং অবসরকালীন সঞ্চয় গড়ার পদ্ধতি হিসাবে বেছে নেন। কারণ এতে যে শুধু ভবিষ্যতের জন্য ব্যবস্থা করা হয়, তাই নয়। এই স্কিমটি 80C ধারার অধীনে পড়ে। ফলে এই স্কিমের মাধ্যমে প্রতি অর্থবর্ষে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় 𓂃প𝓀েয়ে যাবেন।
সবচেয়ে মজার বিষয় হল, পোস্ট অফিসে গিয়ে PPF অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম আমানত লাগে মাত্র ৫০০ টাকা। এই টাকা অনেকেরই নানাদিকে খরচ হয়ে যায়। তবে একটু সংযম করে যদি PPF অ্যাকাউন্টটি খুলে রাখেন, তবে ধীরে ধীরে একটি সঞ্চয় গড়ে তুলতে পাবেন। তাত্ক্ষণিকভাবে এর ফল না পেলেও দীর্ঘমেয়াদে নিজেꦿকেই নিজে ধন্যবাদ দেবেন।
PPF-এর ঊর্ধ্বসীমা হল ১.৫ লক্ষ টাকা। অ্যাকাউন্টের মেয়াদ থাকে অ্যাকাউন্ট খ✱োলার তারিখ থেকে পরবর্তী ১৫ বছর। অ্যাকাউন্ট সক্রিয় রাখতে আপনাকে প্রতি অর্থবর্ষে এই ন্যূনতম ৫০০ টাকা করে দিতেই হবে।
এই স্কিমে বছরে ৭.১% হারে সুদ পাবেন। বার্ষিক চক্রবৃদ্ধি হারে এই সুদ প্রযোজ্য হয়। তাছাড়🌸া আরও বড় কথা হল, এই অ্যাকাউন্টে যে সুদ পাবেন, তা করম🥃ুক্ত।
প্র: রোজ মাত্র ৫০ টাকা করে রাখলে কত ফেরত পাবেন?
এবার একটি সহজ হিসাব করে নেওয়া যাক। ধরুন আপনি ঠিক করলেন, আপনার রোজকার সংসার খরচ থেকে ৫০ টাকা করে বাঁচাবেন। এই টাকাই ꦫআপনার পোস্ট অফিস PPF-এ জমা করলেন। তাহলে কী হবে?
৫০ টাকা করে ৩৬৫ দিনে দাঁড়াচ্ছে ১৮,২৫০ টাকা। এই ৫০ টাকা করেই আপনꦛি রোজ, আগামী ১৫ বছর করে জমা ধরতে থাকলেন। মাসে গড়ে ১,৫০০ টাকা করে।
মনে হতেই পারে, যে ১৫ বছর অনেক বেশি সময়। কিন্তু এই সাধারণ ডিসিপ্লিনের কারণেই আপনার প্রায় ২,৭৩,৭৫০ টাকা বিনিয়োগ করা হয়ে যাবে। বিনিয়োগ ওয়েবসাইট Groww-এর ক্যালকুলেটর অনুযায়ী, ৭.১% হারে চক্রবৃদ্ধি সুদে, আপনার বিনিয়োগ বেড়ে দাঁড়াবে ৪,৯৪,৯৬৫ টাকা। অর্থাত্, ২,২১,২১৫ টাকা খালি সুদই প🌜াবেন আপনি!
অর্থাত্, বিনিয়োগ,
রোজ: ৫০ টাকা
মাসে: গড়ে ১,৫০০ টাকা
বছরে: ১৮,২৫০ টাকা
সময়: ১৫ বছর
মোট বিনিয়োগ: ২,৭৩,৭৫০ টাকা
মোট সুদ: ২,২১,২১৫ টাকা
ম্যাচিওর হয়ে ফেরত পাবেন মোট: ৪,৯৪,৯৬৫ টাকা
চাইলে আরও করতে পারেন!
সময়ের সঙ্গে আপনার আয় বাড়বে। ফলে তখন দিনে গড়ে ৫০ টাকার বদলে আরও বেশিও এই অ্যাকাউন্টে ফেলতে শুরু করে দিতে পারেন। আজকাল টুকটাক বিলাসিতাতেই এর চেয়ে বেশি খরচ হয়ে যায়। অথচ এই সামান্য টাকা জমালেই আপনার ও আপনার পরিবারের ভবিষ্যত অনেকটা সুরক্ষিত হব꧅ে। তাছাড়া চাইলে ভবিষ্যতে শখের চার চাকা কেনার টাকাও এর থেকেই উঠে আসতে পারে।
তাছাড়া আপনি চাইলে এককালীন বড় অঙ্কের টাকাও এখানে মাঝে-মাঝে ফেলতে পারে𝓰ন। তবে তা পূর্ব💛ে উল্লেখিত সীমার মধ্যেই রাখতে হবে।
প্র: যদি ১০০ টাকা করে রাখি?
১০০ টাকা রোজ ম্যানেজ করতℱে পারলে আরও উত্তম। সেক্ষেত্রে বছরে ৩৬,৫০০ টাকা করে বিনিয়োগ দাঁড়াবে। আসুন হিসাব করা যাক, তাতে আপনার কী লা꧋ভ হবে:
রোজ: ১০০ টাকা
মাসে: গড়ে ৩,০০০ টাকা
বছরে: ৩৬,৫০০ টাকা
সময়: ১৫ বছর
মোট বিনিয়োগ: ৫,৪৭,৫০০ টাকা
মোট সুদ: ৪,৪২,৪৩১ টাকা
ম্যাচিওর হয়ে ফেরত পাবেন মোট: ৯,৮৯,৯৩১ টাকা
ফলে চাকুরিজীবীদ🍰ের জন্য PPF করে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে আপনার অবসর জীবনের জন্য এখন থেকেই অল্প অল্প করে একটি বড় অঙ্কের টাকা জমিয়ে ফেলতে পারবেন। পেনশনহীন বেসরকারি কর্মীদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়।
তাই আজই এই বিষয়ে আপনার বিনিয়োগ ও কর বিশ🌟েষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।
আরও জানুন: PPF Account Options: পিপিএফ ১৫ বছর পূর্ণ হওয়ার পর কী কী করা যায়? রইল সহজ ব্যাখা
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক