বিনিয়োগের টাকা দ্বিগুণ হতে কতদিন লাগবে জানতে চান? সেক্ষেত্রে অবশ্যই জেনে রাখুন '৭২-এর ফর্মুলা'।
কী এই ফর্মুলা?
এ👍ই ৭২-এর ফর্মুলা দিয়ে খুব সহজেই কতদিনে বিনিয়োগ দ্বিগুণ হবে, তার হিসাব করা যায়। সুদের হার দিয়ে ৭২-কে ভাগ করলেই মিলবে উত্তর।
কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক :
ধরু♏ন আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) টাকা বিনিয়োগ করেছেন। সুদের হার ৭.১%। প্রতি ত্রৈমাসিকে সুদের হার সরকার রিভিউ করে।
ধরে নেওয়া হল আপনি সম্পূর্ণ মেয়াদে ৭.১% সুদই পাবেন। সেক্ষেত্রে আপনার ব🔯িনিয়োগ দ্বিগুণ হবে কত দিনে? খুব𒁏 সহজ, ৭২-কে ভাগ করুন ৭.১ দিয়ে।
৭২/৭.১ = ১০.১৪
এই ১০.১৪ বছরই হল আপনার বিনিয়োগ দ্বিগুণ হওয়ার মে♎য়াদ।
ন্যাশানাল সেভিংস সার্টিফিকেটে (NSC) কতদিনে টাকা দ্বিগুণ হবে?
এনএসসি-তে ৬.৮% সুদ পাবেন। ফলে এই ফর্মুলা অনুযায়ী (৭২/৬.๊৮) ১০.৫৮ বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS) বিনিয়োগ দ্বিগুণ হওয়ার মেয়াদ কত?
SCSS-এ সুদের হার ৭ಌ.৪% । সেই একই ফর্মুলা ব্যবহার করতে হবে। অর্থাত্ ৭২/৭.৪ = ৯.৭২ বছরে আপনাไর টাকা দ্বিগুণ হবে।
ফলে, যেখানে সুদের হার 🧜বেশি, সেখানে স্বাভাবিকভাবেই আরও দ্রুত টাকা দ্বিগুণ হবে। এক্ষেত্রে বিনিয়োগের ঝুঁকির বিষয়টিও আসে। ইক্যুইটিতে সুদের পরিমাণ বেশি হতে পারে, কিন্তু ঝুঁকিও বেশি। তাই আপনার পরিস্থিতি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ইত্যাদি বিচার করেই সঞ্চয় বিনিয়োগ করুন।