কয়েকদিন আগেও কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে আলোচনায় মগ্ন ছিলেন প্রশান্ত কিশোর। এখন সেই প্রশান্ত কিশোরকেই কংগ্রেসের সাথে কাজ করার বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সাফ জবাব, ‘কংগ্রেস𒆙? না, ধন্যবাদ’। ঘটনাটি বিহারে ঘটেছে। সেখানে ন𓂃ভোটকুশলী তাঁর রাজনৈতিক সম্ভাবনা তলিয়ে দেখতে রাজ্য জুড়ে সফর করছেন। সেখানেই তাঁকে প্রশ্ন করা হলে তিনি হাতজোড় করে জানিয়ে দেন কংগ্রেসের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী নন। প্রশান্ত কিশোরের এই ভিডিয়োটি এরপর ভাইরাল হয়। এই ভিডিয়োতে পিকে বলতে শোনা যায়, ‘কংগ্রেস নিজেরও পতন ডেকে আনছে, অন্য সবারও পতন ঘটাবে দলটি।’
ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রশান্ত কিশোর একটি গ্রামে আছেন। তাঁর চারপাশে অন্য লোকজন বসে আছেন। পিকে সেখানে নিজের কৃতিত্ব তুলে ধরে বলছেন, ‘২০১৫ সালে আমরা বিহার জিতেছি। ২০১৭ সালে আমরা পঞ্জাবে জিতেছিলাম। ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে জগন মোহন রেড্ডির জয় হয় আমাদের হাত ধরে। তামিলনাড়ু ও বাংলায় আমরা জিতেছি।’ তিনি আরও বলেন, ‘১১ বছরে আমরা একটি ꧟মাত্র নির্বাচনে হেরেছি, সেটি ছিল ২০১৭ সালের উত্তরপ্রদেশের নির্বাচন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কখনও কংগ্রেসের সঙ্গে কাজ করব না।’
প্রশান্ত কিশোর বলেন, ‘কংগ্রেস এমন একটি দল, যা কখনই ঐক্যবদ্ধ হতে পারবে না।’ তাঁকে আ🌳রও বলতে শোনা যায় যে বর্তমানে কংগ্রেস নে๊তাদের অবস্থা হল - তাঁরা নিজেরাও ডুববেন এবং যাঁরা তাদের সঙ্গে আছেন, তাঁদেরও ডুবিয়ে দেবেন। পিকে বলেন, ‘আমি যদি তাদের সঙ্গে যাই তাহলে আমিও নিশ্চিতভাবে ডুবে যাব।’ উল্লেখ্য, এর আগে তিনি উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরকে ‘ব্যর্থ’ বলে আখ্যা দিয়েছিলেন। গুজরাট ও হিমাচলপ্রদেশের আসন্ন নির্বাচনে কংগ্রেসের কিছুই হবে না বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি।