রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না বিজেপির সানি দেওল-সহ আট সাংসদ। সূ🌃ত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। তারইমধ্যে করোনাভাইরা🃏সে আক্রান্ত হওয়ায় পিপিই কিট পরে ভোট দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শক্তিমন্ত্রী আরকে সিং।
সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, যে আট সাংসদ ভোট দেননি, তাঁদের মধ্যে দু'জন বিজেপি এবং একজন করে কংগ্রেস, সমাজবাদী, বিএসপি, শিবসেনা, এআইএমআইএম ও ডিএমকের নেতা আছেন। আপাতত চিকিৎসার জন্য বཧিদেশে আছেন বিজেপির সানি। সঞ্জয় ধোতরে আইসিইউতে ভরতি আছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন শিবসেনার সাংসদ গজানন কীর্তিকারও। জেলে থাকা বিএসপিএ নেতা ভোট দেননি। তাছাড়াও ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থেকেছেন এআইএমআইএমের ইমতিয়াজ জালিল, কংগ্রেসের মহম্মদ সাদিক, সমাজবাদী পার্টির শফিকুর রহমান বার্ক এবং ডিএমকে টিআর পরিবেন্ধর।
আরও পড়ুন: রাষ্ট্রপতি ভোট: কꦜ্রস ভোটিং করছে কংগ্রেস, দাবি অসဣমের বিধায়কের,পালটা দাবি তৃণমূলের
আরও পড়ুন: Manmohan Singh: রাষ্ট্রপতি নির্বাচনে ভ𒅌োট দিতে হুইলচেয়ারে করে সংসদে ‘ফাইটার’ মনমোহন,ভাইরাল ভি𒉰ডিয়ো
আট সাংসদ ভোট না দিলেও দুই কেন্দ্রীয় মন্ত্রীকে রুখতে পারেনি করোনাও। সোমবার পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুপমেন্ট (পিপিই) কিট পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং শক্তিমন্ত্রী ভোট দিতে আসেন। অন্যদিকে, উইলচেয়ারে বসে ভোট দিতে আসেন প্রাক্তন প্রধানমন্ত꧅্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং এবং মুলায়ম সিং যাদব। ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা প্রদীপ্তকুমার নায়েক অক্সিজেন সিলিন্ডার ন🌳িয়ে ভোট দিতে আসেন।