করোনার ধাক্কা কিছুটা সামলে এবার বাংলাদেশে স্কুল কলেজগুলি খোলার ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এব্যাপারে ইতিমধ্যেই আশার কথা শুনিয়েছেন। সম্প্রতি একটি অনলাইন বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এবার খুলে দেওয়া দরকার। এজন্য যত দ্রুত ব্যবস্থা নিতে হবে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, স্কুলগুলিও খুলে দিতে হবে। এটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ বাচ্চারা ঘরে থাকতে থাকতে তাদেরও কষ্ট হচ্ছে। এব্য়াপারেও আমাদের নজর দেওয়া দরকার।’ তবে বিধি মেনেই স্কুল কলেজ খোলার ব্যাপারে সওয়াল করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি জানিয়েছেন উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। আরও দূর আমাদের এগোতে হবে। পাশাপাশি দেশে ভ্যাকসিন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলেও দাবি করেছেন হাসিনা। তবে হাসিনার এই আশ্বাসের পরেই বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনিই স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, 'আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি। আশা করছি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিতে পারব। এই সংকটের প্রথম থেকেই প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়ে যাচ্ছেন কত দ্রুত আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলতে পারব। তবে ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার দিকটি নিশ্চিত করা হচ্ছে। কেউ যাতে শিক্ষা থেকে ব্যহত না হয় সেদিকটাই খেয়াল রাখা হচ্ছে।'